বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উৎসবে মমতার ছবি দিয়ে ঘুড়ি উড়বে আকাশে

0

Last Updated on September 12, 2020 11:12 AM by Khabar365Din

৩৬৫ দিন। কেন্দ্রের বিজেপি বিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে দেশ ব্যাপি ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার আগামী ২০২১কে পাখির চোখ করে রাজ্যের রাজনীতিতে সাম্প্রদায়িক বিষ মেশানোর চেষ্টা শুরু করছে বিজেপি। এমনটাই অভিযোগ বারংবার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ফলে বাংলার মানুষকে জোটবদ্ধ হয়ে ওঠার আবেদন করেছে তৃণমূল। তারই প্রতিচ্ছবি হিসাবে এবারে আগামী বিশ্বকর্মা পুজোর দিনে মমতার ছবি দেওয়া ঘুড়িকে দিয়েই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডে। সেখানে কাউন্সিলর নির্মল দত্ত দিন কয়েক আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরার পর থেকেই এই ঘুড়ি উৎসবের আয়োজন শুরু করে। তার জন্য প্রয়োজনীয় ঘুড়িতে মমতা বন্দোপাধ্যায়ের ছবিও দেওয়া হয়। এই বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, “আমরা বাংলার মানুষ যে বিভাজিত হয়নি তা প্রমাণ করে দিতে চাই। সেই কারণে আমরা বিশ্বকর্মা পুজোর দিনে মমতা বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া ঘুড়ি সবাই মিলে উড়িয়ে আমাদের একতার বার্তা ছড়িয়ে দিতে চাইছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here