মুক্তিপণের লোভে প্রতিবেশী কিশোরকে অপহরণ করে খুন, ধৃত কলেজ পড়ুয়া

0

Last Updated on September 13, 2020 10:31 AM by Khabar365Din

৩৬৫দিনঃ জয়নগরের উত্তরপাড়া এলাকায় শুক্রবার বিকালে খেলতে গিয়ে নিখোজ হয়ে গিয়েছিল তুষার চক্রবর্তী (১২) নামের এক ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্র I রাতভর খোঁজাখুঁজি করেও কোন হদিস না মেলায় পুলিশকে জানায় পরিবার I এরমধ্যে আজ শনিবার সকালে নিখোঁজ ছাত্রের ব্যাবসায়ী বাবার মোবাইলে ৫ লক্ষ টাকা মুক্তিপণ হিসাবে চাওয়া হয় I বিষয়টি জানতে পেরেই আশেপাশের সমস্ত থানা এলাকায় নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ I পরে মোবাইলের টাওয়ার লোকেশন ঘেঁটে খোঁজ মেলে ওই ছাত্রের প্রতিবেশি কলেজ পড়ুয়া মনিরুল শেখের নাম Iতারপর তাকে ধরে থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করার পরই নিখোজ ছাত্রটিকে খুন করে ফাঁকা মাঠে লুকিয়ে রাখা ও মুক্তিপণ চাওয়ার কথা স্বীকার করে নেয় I এদিকে ছাত্রটিকে খুন করার খবর জানাজানি হতেই এলাকায় প্রবল উত্তেজনা বেড়েছে I

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here