Last Updated on September 4, 2020 5:57 PM by Khabar365Din
৩৬৫দিন।রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করায় শুক্রবার অর্থ দফতর নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, এবার থেকে প্রত্যেক শনিবার আর ব্যাঙ্ক বন্ধ নয়। নির্দেশিকায় বলা হয়েছে,”বর্তমানে সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। সেইমতো কনটেইনমেন্ট জোনের বাইরে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা আগের মতো মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং যদি কোনও শনিবার হলিডে হয় তাহলে সেদিন বন্ধ থাকবে। বাকি শনিবারে ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক থাকবে।”
প্রসঙ্গত, বাড়তে থাকা করোনা পরিস্থিতির কারণে গত ২০ জুলাই রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল মাসের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ রাখতে হবে ব্যাঙ্কের সমস্ত শাখা। সেই নির্দেশিকা পরিবর্তন করে আগের মতই প্রথম ও তৃতীয় শনিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিল রাজ্য সরকার।