Last Updated on August 31, 2020 4:01 PM by Khabar365Din
365 দিন। আগস্টের শেষ সাপ্তাহিক লকডাউনে পুলিশি নজরদারির চিত্রটা একই রকম। শহর থেকে জেলায় সর্বত্রই একই ছবি। কলকাতায় নিয়মভঙ্গ করে বেরোনোর ফলও পেয়েছে হাতেহাতে। এই অপরাধে গ্রেফতার হয়েছে ৬০৯ জন।তাছাড়াও মাস্কহীন মানুষের সংখ্যা ৩৪৭। তারই সঙ্গে রাস্তায় থুতু ফেলার অপরাধে গ্রেফতার হয়েছে ২৩ জন। শহরজুড়ে ধরপাকড় ছিল অন্যান্য লকডাউনের মতোই। বেলেঘাটা, ধর্মতলা, পার্ক সার্কাস, যাদবপুর সহ সব জায়গাতেই ছিল পুলিশ। যথাযথ প্রমান না দেখাতে পারলেই ধরছে উর্দিধারীরা। সেই চিত্রই দেখা গেছে। আগের লকডাউন এর মতই সোমবার চলতি মাসের শেষ সম্পূর্ণ লকডাউনে রাস্তাঘাট শুনশান, গণপরিবহন নেই, দোকান- বাজার বন্ধ। প্রয়োজন ছাড়া পথে বেরোলে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। প্রতিটি জেলা থেকে শহরে চলছে নাকা তল্লাশি। কড়া পুলিশি নজরদারি। এছাড়াও শহরের বেশ কিছু জায়গাতে ড্রোন নজরদারি চলেছে। এদিকে, জেলাতে লকডাউন অমান্য করার প্রবণতা অনেকটাই কমেছে। বেড়েছে সচেতনতা। তবে দক্ষিণ 24 পরগনা মেদিনীপুর বর্ধমান কোচবিহারের মত কিছু জায়গায় লকডাউন অমান্য করার ছবি ও ধরা পড়েছে। আগের সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন এর মতই এদিনও দক্ষিণবঙ্গের 4 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে বাড়তি3 নজরদারি চালায় পুলিশ। এই 4 জেলার গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তায় এমনকি গলি এবং ছোট রাস্তা গুলোতেও পুলিশের কড়া নজরদারি চলছে। রাস্তায় বেরোলেই উপযুক্ত কারণ দেখাতে হচ্ছে। হাওড়া স্টেশন চত্বর, হাওড়া ব্রিজ, গোলাবাড়ি, কাজীপাড়া, শিবপুর, হাওড়া গ্রামীণের উলুবেড়িয়া, ডোমজুড়, উত্তর 24 পরগনার বারাসত, ব্যারাকপুর শিল্পাঞ্চল, মধ্যমগ্রাম, দক্ষিণ 24 পরগনার সোনারপুর, কুলতলি, জয়নগর, হুগলির শ্রীরামপুর, চন্দননগর সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। দোকান- বাজার খোলা থাকলেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে পুলিশ। কিছু ক্ষেত্রে লকডাউন ভাঙ্গায় লাঠি পেটা করে পুলিশ কোথাও আবার লকডাউন ভাঙার শাস্তি হিসেবে রাস্তায় কান ধরে উঠবস করানো হয় গাড়ি বাইক বাজেয়াপ্ত করা হয়। সোমবার সকাল থেকেই নদিয়ার বিভিন্ন জায়গা শুনশান চিত্র উঠে এলো l সোমবার সকাল থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, তেহট্ট, করিমপুর, চাকদহ, কল্যাণী শহরে লকডাউন চলছে। লকডাউনে রাস্তাঘাট প্রায় ফাঁকা। জার সব বন্ধ রয়েছে। এলাকায় চলছে পুলিশের নজরদারি। লকডাউনে কড়া নাকা চেকিং চালাচ্ছে পুলিশ সকাল থেকে। স্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন রাস্তা চত্বর শুনশান। রাস্তায় মোটরসাইকেল আরোহী কিংবা যারা রাস্তায় দেখা গিয়েছে তাদেরকে বৈধ7 কাগজ দেখাতে চাওয়া হচ্ছে যারা দেখাতে পারছেন না তাদের কে বাড়ি ফেরৎ পাঠানো হচ্ছে l মালদা ,কোচবিহার, মুর্শিদাবাদের কিছু জায়গায় লকডাউন ভেঙে বাজার বসায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়। তবে দিন সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় রাস্তায় একেবারেই মানুষের আনাগোনা দেখা যায়নি। এই চার জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান সর্বত্র পুলিশের কড়াকড়ি চোখে পড়েছে। তবে দক্ষিণবঙ্গের মতোই উত্তরের জেলা গুলিতেও মানুষের সচেতনতা বাড়ায় লকডাউন ভাঙ্গার প্রবণতা অনেকটাই কমেছে।