Last Updated on September 5, 2020 8:49 PM by Khabar365Din
৩৬৫ দিন। পার্টির অনুমতি ছাড়া একাধিক অনলাইন পোর্টালে বক্তব্য রাখার কারণে এবার সিপিএম থেকে সাসপেন্ড হলেন সুশান্ত ঘোষ। লকডাউনের বাজারে পার্টির অনুমতি না-নিয়েই তিনি দলের রণকৌশল, নেতৃত্বের খোলা সমালোচনা করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে রাজ্য কমিটির নির্দেশে সুশান্ত ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মৃদুল দে, সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। শুক্রবার রাজ্য কমিটির বৈঠকে কমিশন সাফ জানিয়ে দেয়, সুশান্ত ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি। পার্টির নির্দেশ অমান্য করে তিনি একাধিক পোর্টালে দল সম্পর্কে ব্যক্তিগত মতামত রেখেছেন। দলীয় শৃঙ্খলা ভেঙেছেন। সেই কারণে তাঁকে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে।
এই প্রথম নয়, সুশান্ত ঘোষকে নিয়ে পার্টির সমস্যা দীর্ঘদিনের। গত আগস্ট মাসে তাঁকে দলবিরোধী কাজ করার অভিযোগে সাসপেন্ড করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। ঘটনার এক বছরের মাথায় এবার সরাসরি রাজ্য কমিটির এই সিদ্ধান্ত সুশান্ত ঘোষকে অন্য পথে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে পার্টির একাংশ।