সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধি এবং অবসরকালীন সুবিধে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

0

Last Updated on September 8, 2020 8:57 PM by Khabar365Din

৩৬৫দিন। পুজোর আগেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আশা কর্মী সহ বিভিন্ন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি এবং অবসরকালীন আর্থিক সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুলিশ দিবস উপলক্ষে রাজ্য ও কলকাতা পুলিশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে তাদের সম্মান জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী ২০জন মৃত করোনা যোদ্ধার পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে।
পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও আশা কর্মীদের জন্য দুর্গা পুজোয় ২০০০ টাকা করে বোনাস ও অবসরকালে এককালীন তাদের ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন তাদের অবসরকালে ৫০,০০০ টাকা করে দেওয়া হতো। মুখ্যমন্ত্রী এদিন রাজ্য ও কলকাতা পুলিশের হোমগার্ড ও সিভিল ডিফেন্সের কর্মীদেরও দৈনিক বেতন বৃদ্ধি করেন। দৈনিক ৪৮০ টাকা থেকে বাড়িয়ে এখন থেকে ৫৪৮ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এতে মাসে তারা ২০৪০ টাকা করে বাড়তি পাবেন। সিভিক পুলিশদের ইউনিফর্ম অ্যালাউন্স বাবদ বছরে আরও ২ হাজার টাকা করে বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ও আশা কর্মীদের বাৎসরিক ছুটি বাড়িয়ে ২৪ দিন করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন নতুন ৩টি পুলিশ থানা, ডিজিটাল ফরেনসিক ল্যাব সহ ৯টি পুলিশ থানার জন্য নতুন ভবনেরও উদ্বোধন করেন।এছাড়াও রঘুনাথপুর, লাটবাগান, ইসলামপুর ও আসানসোলে ৪টি পুলিশ ব্যারাক, পুলিশ ক্যান্টিন, স্পোর্টস কমপ্লেক্স, পুলিশ কোয়ার্টার সহ পুলিশ কর্মীদের জন্য মোট ২২টি প্রকল্পের উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here