Last Updated on September 1, 2020 3:36 PM by Khabar365Din
৩৬৫ দিন। আগামী ৮ অক্টোবর থেকে শহরে মেট্রোরেল পরিষেবা ফের চালু হবে। তার আগে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোরেল সূত্রে খবর, তাদের তরফে রাজ্যকে একাধিক প্রস্তাব দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে সবদিক বিবেচনা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে রবিবারে মেট্রো না চালানোর পক্ষে সায় দেওয়া হয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৮ টা থেকে মেট্রো চালানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। রাত ৮ টায় শেষ মেট্রোর সময় ধার্য করা হয়েছে। প্রস্তাব আকারে রাজ্যের কাছে তা তুলে ধরবে মেট্রো কর্তৃপক্ষ। এই মুহূর্তে ১৫ মিনিট অন্তর মেট্রো চালানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। অফিস টাইমে ১২ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। স্মার্ট কার্ড না থাকলে এই মুহূর্তে মেট্রোয় ওঠা যাবেনা। তবে নতুন করে যাত্রীদের স্মার্ট কার্ড না দেওয়ার পক্ষে সায় দিয়েছে মেট্রোরেল। অনলাইনে কার্ড রিচার্জ করতে হবে। তবে নতুন কার্ড না দেওয়া হলে বিকল্প কোন উপায়ে এই সমস্যার সমাধান করা যায় তা বিবেচনা করা হচ্ছে। প্রত্যেক স্টেশনে স্বাস্থ্যবিধি না মানলে, যাত্রীদের থেকে ফাইন নেওয়া হবে। কোভিড সংক্রমণ এড়াতে টোকেন ব্যবহার করা হবে না। রাজ্যর কাছে এই বিস্তারিত প্রস্তাব দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, আনলক ৪ কার্যকর হচ্ছে আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশে মেট্রো পরিষেবা শুরু হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ৭ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা রয়েছে। তাই পরের দিন, ৮ সেপ্টেম্বর থেকে শহর কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হবে। মেট্রোর ভেতরে, স্টেশনে বসার জায়গা স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা করা হচ্ছে। যাত্রী সাধারণের যাতায়াতের পথও স্বাস্থ্যবিধি মেনেই কার্যকর করা হচ্ছে। এই মুহূর্তে করোনা সংক্রমণ প্রতিহত করে পরিষেবা চালিয়ে যাওয়াই মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে প্রধান চ্যালেঞ্জ।