চিংড়িঘাটায় দুর্ঘটনা,
গাড়ির ধাক্কায় নিহত ১, জখম ৬

0
Chingrighata-accident

Last Updated on November 6, 2021 11:50 PM by Khabar365Din

৩৬৫ দিন। চিংড়িঘাটায় ফের বড় সর দূর্ঘটনা। একটি আই টেন গাড়ি পিষে দিল পরপর ৬-৭ জনকে। জানা গিয়েছে চিংড়িঘাটার দিক থেকে ওই ছোট গাড়িটি বিধাননগরের দিকে আসছিল। সেই সময় প্রথমে রাস্তার ধার দিয়ে যাওয়া একটি সাইকেল আরোহিকে ধাক্কা মারে গাড়ির চালক। পরে ভয়ে সে গাড়ি গতি বৃদ্ধি করতেই রাস্তার ধারে দাড়িয়ে থাকা জনা ৫-৬ জনকে ধাক্কা মারা শুরু করে। এদিকে ওই ঘটনায় সাইকেল আরোহী গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে যায়। বেলেঘাটা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মিরা গাড়িটিকে আটকায়। পরে গাড়ির চালক সহ ঘাতক গাড়িটিকে বিধাননগর দক্ষিন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় এদিন বিকেলেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকরা। তারাই আহত ব্যাক্তিদের বাইপাস সংলগ্ন অ্যাপলো হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এদিকে সাইকেল আরোহীর শারিরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। এদিকে গাড়ির চালককে জেরা করে পুলিশ জানতে পেরেছে তিনি মদ্যপ ছিলেন না। তবে গাড়িতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বলেই দাবি করেছেন গাড়ির চালক। যে কারণে তিনি টাল সামলাতে পারেননি। আর তার থেকে হঠাৎ গাড়িটি বাঁ দিকে বেঁকে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। যে কারণে তিনি পিষে যান। পরে তিনি গাড়ির নিয়ন্ত্রন করার চেষ্টা করলেও তা পারেননি। ফলে গাড়িটি বাঁ দিকে ঘেঁষে পরপর পথচারিদের ধাক্কা দেওয়া শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here