Last Updated on April 12, 2022 9:21 PM by Khabar365Din
৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (45th International Kolkata Book Fair 2022) সেরা বুক স্টল (Best Stall in Open Ground) হিসাবে নির্বাচিত হল ৩৬৫ দিন প্রকাশনার (365 Din Prakashan) বই বাংলো। শনিবার সন্ধ্যাবেলায় পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ডের (Publishers & Booksellers Guild) তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। এ যেন এলাম দেখলাম জয় করলাম। গত দু বছর ধরে বইমেলায় অভিনব ভাবনার স্টল নিয়ে হৈচৈ ফেলে দিয়েছে ৩৬৫ দিন প্রকাশন। আজকে শ্রেষ্ঠত্বের সন্মান যেন তারই পুরস্কার স্বরূপ।পাঠক ও বইয়ের মধ্যে ব্যবধান ঘুচিয়ে ওপেন রেকে সাজানো বই, সম্পুর্ন বাংলোর আদলে তৈরি এবং যার গার্ডেনে গোল টেবিল আড্ডার ব্যবস্থা,প্রচুর গাছ ও সবুজে সাজানো সেই নার্সারি গার্ডেন,এ সবই বইমেলাকে অন্য আঙ্গিকে পৌঁছে দেওয়ার এক প্রচেষ্টা। এই স্টলের সামনের গার্ডেন আড্ডায় যেমন সনাতন দিন্দা (Sanatan Dinda) লাইভ ক্যানভাসে যুদ্ধবিরোধী ছবি এঁকেছেন, ঠিক তেমনি আবার নচিকেতা (Nachiketa Chakraborty) গিটার হাতে লাইভ পারফরম্যান্স করে গেছেন। অসংখ্য পাঠক,শ্রোতারা গলা মিলিয়েছেন নীলাঞ্জনার সঙ্গে।
শুভাপ্রসন্নর (Shuvaprasanna) মত শিল্পী থেকে নৃসিংহপ্রসাদ ভাদুরীর (Nrisingha Prasad Bhaduri)মত শিক্ষাবিদ, অরূপ বিশ্বাস (Aroop Biswas) থেকে ফরহাদ হাকিম (Firhad Hakim) এর মত রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজ্যের মন্ত্রীরা, বিদেশি পর্যটক থেকে সাধারণ পাঠক সকলেই এই স্টলের অভিনবত্ব আর ভাবনায় মোহিত হয়েছেন। বইমেলার উদ্বোধনের দিন স্বয়ং মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দৃষ্টি আকর্ষণ করেছে এই স্টল। তিনি নিজে এই স্টলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যান, জিজ্ঞেস করেন খুঁটিনাটি। বইয়ের সঙ্গে প্রকৃতি, সবুজ ও বাঙালির সংস্কৃতির এমন মেল বন্ধন এক কথায় অভিনব। কেবল বই বিক্রির কথা মাথায় রেখে এই স্টল তৈরি হয়নি, তা সকলেই বুঝতে পেরেছেন। বইয়ের বিক্রির জন্য স্টল আকারে বাড়িয়ে লাভ করা নয়,বরং গানে আড্ডায় প্রতিবাদে শিল্পে মননে বাংলার ঐতিহ্য, বাঙালির নস্টালজিয়া ফিরিয়ে দিয়েছে ৩৬৫ র বই বাংলো (365 Din Book Bungalow)। এখানে জমিয়ে আড্ডা দিয়ে গিয়েছেন সংগীতশিল্পী থেকে, চিত্রকর, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ পাঠকও। সবুজ সচেতনতার পাশাপাশি পেশাদার প্রকাশনা, একই সঙ্গে বইমেলার জমজমাট আমেজ,সব মিলিয়ে বই বাংলো ভাবনায় ও উপস্থাপনায় ছিল অভিনব। নির্বাচন কমিটি ৩৬৫ দিন বই বাংলোর এই বুক স্টলকে এবারের বইমেলার সেরা স্টল বিবেচিত করায় খুশি বইপ্রেমীরাও। এক বইপ্রেমী ও ব্লগার গত কয়েকদিন ধরেই এই স্টল নিয়ে ব্লগ পোস্ট করছিলেন। তিনি বললেন,এই স্টলের অভিনবত্ব দেখেই ব্লগ করার সিদ্ধান্ত নিই, এবার সেরা হওয়ার পরে,আমার ব্লগও প্রচুর মানুষ দেখবেন।