দোল এবং হোলির দিন অসভ্যতা ,গ্রেফতার ৪০৯ জন

0
Nandgaon, India - March 22, 2013 : Villagers celebrate Holi by throwing colors to each other at Krishna temple in Nandgaon.

Last Updated on March 8, 2023 8:28 PM by Khabar365Din

৩৬৫ দিন।দোল এবং হোলির দিন চরম অসভ্যতা শহরে।এই অভিযোগে গত দুদিনে গ্রেফতার করা হয়েছে ৪০৯ জনকে।জানা গিয়েছে,মঙ্গলবার দোলে অভব‌্যতার অভিযোগে ২১২ জনকে এবং বুধবার হোলির দিন ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।মঙ্গলবার এবং বুধবার সকাল থেকেই শহরে ছিল কড়া পুলিশি নজরদারি।মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।হোলিতেও ছিল ২৭০০ পুলিশ। রাস্তার পাশাপাশি ঘাটগুলিতেও ছিল কড়া নজরদারি।৬৬টি ঘাটে ছিল পুলিশ প্রহরা।এর মধ্যে যেমন গঙ্গার ঘাট রয়েছে, তেমনই রয়েছে কলকাতার পুকুর ও সরোবরের ঘাটগুলি। ৪৩টি ঘাটে ছিল কলকাতা পুলিশের ডিএমজি। বাকিগুলিতে স্থানীয় থানার পুলিশ নজরদারি চালায়। তবুও দোলের দিন দুর্ঘটনা রোখা যায়নি।তাছাড়াও এবছর দোলের দিনই ছিল সবেবরাত। সবেবরাতের জন্য সন্ধে থেকে শহরে ছিল ১৩০০ অতিরিক্ত পুলিশ।

দোলের দিন শহরে নেমেছিলেন ২৬ জন ডিসি। সবেবরাতের জন্য রাতে ছিলেন ৩ জন ডিসি।হোলিতে ডিসিরা রাস্তায় ছিলেন রাস্তায়।দিন ও রাতে ৪৪টি বাইক টহল দেয়। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের মধ্যে দিনে ছিল ২৭টি ও ১৯টি রাতে।৫৮টি পিসিআর ভ‌্যান টহল দেয়।গাড়ির ভিতর থেকে যাতে রং না ছোড়া হয়, সেদিকে কড়া নজর ছিল পুলিশের।তবুও এদিন জোর করে গায়ে রং দেওয়া, গাড়িতে রং ছোড়া –এসব অপরাধে এই দুদিনে ৪০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।দোলের শহর থেকে ২৮ লিটার নিষিদ্ধ মদ উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,দোলের মতো আজ হোলিতেও রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে। কোথাও জোর করে রং দেওয়া হলে পুলিশ ব্যবস্থা নেবে।এদিকে, রং খেলার পর স্নান করতে নেমে জলে ডুবে শহরে দু’জনের মৃত্যু হয়।দোলে বন্ধুদের সঙ্গে রং খেলার পর দুপুরে মানিকতলা অরবিন্দ পল্লিতে জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে যান সুশান্ত পাইন নামে এক ব্যক্তি।ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ। অর্ণব হাজরা নামে নেতাজি নগরের এক যুবক রং খেলার পর স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তাঁর।সূত্রে খবর, মদ্যপান করে জলে নেমেছিলেন দু’জনে।তবে এই ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here