৫১ তম বর্ষে কলকাতা ইসকনের রথযাত্রা, সুবর্ণ জয়ন্তীর রেশ টেনে শহরে ঘুরবে রথের চাকা

0

Last Updated on July 1, 2022 4:28 PM by Khabar365Din

৩৬৫ দিন। শুক্রবার রথযাত্রা। কথিত আছে, এদিন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাসীর বাড়ি যাত্রা করে। ঠিক, এক সপ্তাহ পর আবার উল্টো রথে নিজগৃহে ফিরে আসবেন তিন ভাইবোন। প্রতিবারের মত এবারও রথযাত্রা উৎসবের আয়োজন করল ইসকন কর্তৃপক্ষ। ১ জুলাই, রথের দড়ি টেনে উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন, মিন্টো পার্কের কাছে ইসকন মন্দির থেকে শুরু হবে যাত্রা। শহর ঘুরে রথ পৌঁছবে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের কাছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ৮ দিন পরে আবার ইসকন আলবার্ট রোডের মন্দিরে ফিরে আসবে রথ। ২০২১ সালে কলকাতা ইসকন রথযাত্রার সুবর্ণ জয়ন্তী ছিল। ১৯৭২ সালে কলকাতায় প্রথম রথযাত্রার আয়োজন করেছিল ইসকন। তারপর থেকে পুরীর পর কলকাতার ইসকন রথযাত্রা দ্বিতীয় বড় রথ উৎসব বলে গণ্য হয়।

গত বছর করোনার কারণে সুবর্ণ জয়ন্তী খুব বড় ভাবে পালন করা সম্ভব হয়নি। কিন্তু, এবারে ৫১ তম বর্ষ সেই অভাব পূরণ করার চেষ্টা করেছে আয়োজকরা। আগামী ১ তারিখ, সকাল ১০ টা থেকে শুরু হবে ভারতীয় এবং বিদেশি বিভিন্ন গ্রুপের নাচ শুরু হবে। তারপর মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। রথযাত্রা উপলক্ষে ৮ দিন ব্যাপী বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে চলবে মেলা। দুপুর সাড়ে ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত। এবং মানুষ মেলা ঘরার পাশাপাশি দর্শন করতে পারবেন জগন্নাথ দেব।

প্রতি বছর কয়েক লক্ষ মানুষ এই রথ উৎসবে সামিল হন। ১ তারিখ মিন্টো পার্কের কাছে ইসকন মন্দিরের কাছ থেকে শুরু করে হাঙ্গার ফোর্ড স্ট্রিট হয়ে এ জে সি বসু রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, এস পি মুখার্জি রোড, এ টি এম রোড, চৌরঙ্গী রোড, এক্সিদেই ক্রসিং, জে এল নেহেরু রোড, হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবে। উল্টো রথে দিন, ৯ তারিখ দুপুর ১২ টা নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের কাছ থেকে শুরু হবে যাত্রা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, জে এল নেহেরু রোড, দরিনা ক্রসিং, এস এন ব্যানার্জি রোড, মৌলালি ক্রসিং, সি আই টি রোড, পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়র সরণি, হাঙ্গারফোর্ড স্ট্রিট, ইসকন মন্দির।

এই যাত্রাপথে মানুষ থাকতে পারবেন। দর্শন করতে পারবেন। ফুল এবং ফলের অঞ্জলী দিতে পারবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যাওয়ার পর দর্শনার্থীদের প্রসাদ বিলি করা হবে। ইসকন রথের বেশ কিছু আলাদা বিশেষত্ব রয়েছে। বলদেবের রথ উচ্চতায় সবথেকে বড়। ৩৮ ফুট লম্বা এবং ১৮ ফুট চওড়া। সুভদ্রা দেবীর রথ সবথেকে ছোট। লোহার চাকা। ২০০২ সালে এই রথ কিনে আনা হয়। এর আগের রথটি কলকাতা থেকে চুরি হয়ে যায়।

জগন্নাথের রথ বলদেবের থেকে ছোট এবং সুভদ্রার থেকে বড়। ৩৬ ফুট উচ্চতার, ১৭ ফুট চওড়া। আজকের দিনে ইসকন রথযাত্রা ১৫০ টির ও বেশি দেশে ৬০০ বেশি শহরে পালিত হয় রথযাত্রা। শ্রীলা প্রভূপদ, ইসকন প্রতিষ্ঠাতা।

তাঁরও ইচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসকন রথযাত্রা পালনের। ৬ বছর বয়সে তার বাবা তাকে একটি রথ কিনে দেন। যে প্রতিবেশীদের নিয়ে রথ উৎসব পালন করে এবং যারা অংশগ্রহণ করেন তাদের প্রসাদ বিতরণ করেন। সেখান থেকেই যাত্রা শুরু। বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয় এই উৎসব। শ্রীলা প্রভুপদ জন্মস্থান কলকাতা।

তাই কলকাতায় রথযাত্রা আরও বেশি বড় করে আয়োজন করার চেষ্টায় রত আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here