Last Updated on March 22, 2023 11:20 PM by Khabar365Din
৩৬৫ দিন।রবিবার বাড়ছে মেট্রোর সংখ্যা।তার কারণ অবশ্য বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস।৮টি বাড়তি মেট্রো চালানো হবে বলে সিদ্ধান্ত কর্তৃপক্ষের।জানা গিয়েছে, এমনিতে প্রত্যেক রবিবার ১৩০টি করে মেট্রো চলে তবে পরীক্ষার জন্য আরো কিছু বাড়তি পরিষেবা দেওয়া হবে।প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৮টা থেকে।১০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।এর আগেও মাধ্যমিকই এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও বাড়তি মেট্রো চলেছে।১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাড়তি মেট্রো চলে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।একইভাবে পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে এই বাড়তি মেট্রোগুলি পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
জানা গিয়েছে,মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কয়েকটি শনিবার ৪ জো়ড়া অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।গত মাসে শুরু হতে হয় মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হলেই শুরু হয় উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা।এই পরীক্ষার দিনগুলিতে বিভিন্ন মেট্রো স্টেশনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় থাকে।সেই কারণে এই সিদ্ধান্ত কাজে আসবে বলেই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।সেই কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তাঁরা।তেমনই বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের জন্য বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা।