Weather Report: দু-একদিনের শুষ্কতা, তাপমাত্রা বৃদ্ধি সপ্তাহের শেষে আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস

0

Last Updated on March 24, 2023 12:16 PM by Khabar365Din

৩৬৫ দিন। দু-একদিনের শুষ্কতা। তারপর, আবার ঝড়বৃষ্টি? মাঝে অবশ্য কিছুটা বাড়বে তাপমাত্রা, ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের এক আবহাওয়াবিদ জানান, ২৬ এবং ২৭ তারিখ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। তিনি বলেন, আপাতত উত্তরবঙ্গের উপর থাকা অক্ষরেখা সরে গিয়েছে। ফলে, আগামী দু থেকে তিনদিন পর্যন্ত শুষ্ক আবহাওয়া। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস। দফতরের খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হবে একটি উচ্চচাপ বলয়। সেই কারণেই জলীয় বাষ্পের প্রভাব বাড়বে। সেই কারণেই বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বাড়বে বৃষ্টি। হতে পারে কালবৈশাখী ঝড়ও।

অন্যদিকে, মাসের শুরুতেই কালবৈশাখীর সাক্ষাৎ পেয়েছে শহরবাসী। যার রেশ টেনে প্রায় দিন পাঁচেক ধরে চলছে ঝিরঝিরে বিক্ষিপ্ত বৃষ্টি। যদিও, দক্ষিণবঙ্গের জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে ভালরকম। কিছু কিছু জেলায় চলেছে শিলাবৃষ্টি। সেই অবস্থা চলে মঙ্গলবার পর্যন্ত। বুধবার এবং বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলে দক্ষিণবঙ্গে। এক আবহাওয়াবিদ জানান, বৃহস্পতিবার থেকে দু এক দিনের বিরতি দিয়ে আবার শুরু হতে পারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি। এর আগে ১৬ মার্চ অর্থাৎ গত বৃহস্পতিবার রাত ১০ টা ৩৭নাগাদ আলিপুরের উপর দিয়ে বয়ে যায় একটি কালবৈশাখী ঝড়। যেটির গতিবেগ ছিল ঘণ্টায় ৪৮ কিমি। স্থায়িত্ব ছিল ১ মিনিট পর্যন্ত। এছাড়াও, এদিন আরও একটি কালবৈশাখীর ঝোড়ো হাওয়া বয়ে যায় দমদমের উপর দিয়ে। যেটি রাত ১০টা ৫২ মিনিটে গিয়েছে। ঝড়টি সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৪ কিমি। শহর ছাড়াও পুরুলিয়া, বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলী, হাওড়া, জেলাতেও বৃষ্টি হয় এদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here