Last Updated on August 11, 2022 9:05 PM by Khabar365Din
৩৬৫ দিন। বেসরকারি বাসের ধাক্কা ট্রাকে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে গেল রাস্তার ধারে। জখম তিন। গত বুধবার সকাল ৮ টা নাগাদ ই এম বাইপাসের, কালিকাপুর ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, আহত ট্রাক চালকের নাম বিলাস হালদার। বয়স ২১ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ওপর ট্রাক সহকারী চালকের নাম গৌরাঙ্গ হালদার (২৬), বিশ্বনাথ হালদার (২১)।
স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেরে দেওয়া হয়। চালক সহ বাসটিকে আটক করে পুলিশ। এর আগে গত সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ধাপা রোডে, কে এম সি হরিজন স্কুলের কাছে একটি ট্রাক ধাক্কা মারে এক পথচারীকে।পুলিশ জানায়, মৃতের নাম মঞ্জু ভট্টাচার্য। বয়স ৪৫ বছর। বাড়ি ধাপা রোডে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই মহিলার।
চালক সহ গাড়িটিকে আটক করে পুলিশ। এর আগে গত রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বীরেন রায় রোডে, মুচিপারা বাজারের কাছে বেসরকারি বাসের ধাক্কায় জখম হন এক পথচারী। পুলিশ জানায়, পথচারীর নাম শান্তা সুর। বয়স ৬০ বছর। বাড়ি সরসুনা। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি। চালক সহ বাসটিকে আটক করে পুলিশ।
এদিনই, বিকেল ৫ টা বেজে ৫০ মিনিট নাগাদ বিদ্যাসাগর সেতুতে জুবিলী লাইন্সের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত হন চালক এবং আরোহী। পুলিশ জানায়, চালকের নাম মহমদ্দ ইয়াহিয়া। বয়স ১৮ বছর। বাড়ি হাওড়া। আরোহীর নাম মাহমুদ শাওয়াজ। বয়স হাওড়া। হেলমেট পাওয়া গিয়েছে। দুজনকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গাড়িটিকে আটক করে পুলিশ।