Last Updated on March 31, 2023 7:30 PM by Khabar365Din
৩৬৫ দিন। বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রাজ্যের লক্ষাদিক মানুষ। কিন্তু সাম্প্রতিক দিনে নিষিদ্ধ বাজি তৈরি করতে গিয়ে মহেশতলায় যে রকম অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পাওয়া গিয়েছিল তা যেন নাড়িয়ে দিয়েছিল মানুষের হৃদয়কে। আর্থিক সেই কারণে ই রাজ্যের পরিবেশ দপ্তর এবং অগ্নি নির্বাপন ও জরুরী দপ্তরের দুই বিভাগীয় মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এবং সুজিত বসু দপ্তরের উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি বৈঠকে বসেন শুক্রবার দুপুরে। সেই বৈঠকে ডেকে পাঠানো হয় রাজ্যের গ্রীন বাজি প্রস্তুতকারী ব্যবসায়ীদের। তাদের সমিতির পক্ষ থেকে জনা দশেক ব্যবসায়ীরা এদিন ওই বৈঠকে যোগ দেন। সেখানেই কড়া ভাষায় রাজ্যের পরিবেশ মন্ত্রী মানুষ ভূঁইয়া নির্দেশ দেন, বিনা লাইসেন্সে বাজি তৈরির কারখানা আর রাখা যাবে না। তার সঙ্গেই তিনি আরো নির্দেশিত করেন ১৮ বছরের নিচে কোন কর্মীকে বাজি কারখানায় যুক্ত করা যাবে না। গ্রীন বাজি তৈরি করার জন্য সরকার সর্বতোভাবে সাহায্য করছেন বাজি ব্যবসায়ীদের। কিন্তু বাজি প্রস্তুত করার লাইসেন্স একমাত্র ডিএম দিতে পারেন।
তাও সেটা ১৫ কেজি পর্যন্ত বৈধ। তবে লক্ষাধিক মানুষের অন্যের যোগান হয় এই কারখানা এবং ব্যবসার মধ্য দিয়ে। সেই কারণে ই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন একটি ফরম্যাট তৈরি করছে রাজ্যের পরিবেশ দপ্তর। আর সেই ফরম্যাট মিনিং বাজি কারখানা এবং বাজির ব্যবসা উভয়কে ই চালনা করা হবে বলে দাবি করেন মানুষ বাবু। তবে তার সঙ্গে মানুষ বাবু এদিন রাজ্যের পুলিশ ডি এম দের নির্দেশ দেন। এই বিষয়ে দিন তিনি বলেন “আমরা পুলিশের কমিশনার ওসি আইসি এসপি এবং ডি এম দের নির্দেশ দিয়েছি যাতে অবৈধ বাজি কারখানা গুলি উপর আরো বেশি করে নজরদারি বৃদ্ধি করা যায়। বৈধতা অনুযায়ী তাদের কাজ করতে হবে। কোনভাবেই মহেশতলার মত ঘটনা এর রাজ্যে যাতে আর না ঘটে, সেই বিষয়ে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।” শুধু তাই নয় বাজির ব্যবসা যাতে আইন মেনে রাজ্যে গড়ে তোলা যায় তার জন্য এবার থেকে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হচ্ছে বলে দাবি করেন সুজিত বসু। এই বিষয়ে এদিন তিনি বলেন, “বাংলায় বাজের ব্যবসা হোক আমরাও চাই সেটা। তবে তা আইন মেনে হোক। আমরা ফরম্যাট তৈরি করছি, যাতে সেই ফরম্যাট মেনে সবাই সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারেন। আমরা কাউকে আটকাবো না। গ্রীন বাজির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী দিনে ব্যবসা করার জন্য যেকোনো রকমের প্রয়োজনীয় অনুমোদন যাতে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে মানুষ পেতে পারেন তার পরিকাঠামো আমরা গড়ে তুলছি।”