Madhyamik Result: ট্র‍্যাডিশন মেনেই মাধ‍্যমিকে জেলার জয়জয়কার, টুইটে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

0

Last Updated on May 19, 2023 1:00 PM by Khabar365Din

৩৬৫ দিন। ধারা বজায় রেখে এবারেও মাধ‍্যমিকে জেলার জয়জয়কার। মেধাতালিকায় প্রথম দশে একচেটিয়া দাপট দেখাল বিভিন্ন জেলা। আর নজিরবিহীন ভাবে প্রথম দশে নেই কলকাতার কোনও পরীক্ষার্থী। শুক্রবার ফল বেরনোর পর ট‍্যুইট করে পরীক্ষার্থীদের অভিনন্দন জানান মুখ‍্যমন্ত্রী। তিনি লেখেন, ‘ মাধ‍্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। আন্তরিক অভিনন্দন তোমাদের।

তোমাদের জীবনের আগামী সমস্ত দিন সাফল‍্যের সঙ্গে পূর্ণতা পাক।’ ২০২৩ সালের মাধ্যমিকে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস স্কুলের ছাত্রী সে। ৭০০ নম্বরে ৬৯৭ (৯৯.৫৭ শতাংশ) পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় স্থানে দু’জন। তৃতীয় স্থানে রয়েছে ছ’জন। যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। চতুর্থ স্থানে রয়েছে ৪ জন। পঞ্চম স্থানাধীকারী সংখ‍্যা ৮। এবারের মাধ‍্যমিকের মেধাতালিকায় দাপট দেখিয়েছে মালদা। জেলার ২১ জন পরীক্ষার্থী প্রথম দশে রয়েছেন।

এর পরেই রয়েছে যথাক্রমে পূর্ব ব‍র্ধমান ( ১৭ ), বাঁকুড়া ( ১৪), দক্ষিণ চব্বিশ পরগনা ( ১৩), পূর্ব মেদিনীপুর (১১), উত্তর চব্বিশ পরগনা (৯), পশ্চিম মেদিনীপুর ( ৯), পুরুলিয়া ( ৬), হুগলি (৫), হাওড়া (৪), কোচবিহার (৩), বীরভূম (২)। চলতি বছর মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। তাদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৬ শতাংশ। ২০ জনের পরীক্ষা বাতিল। ২ জনের রেজাল্ট আটকে রয়েছে প্রযুক্তিগত কারণে। সার্বিক ফলাফল এবং পাশের হারের নিরিখে অবশ‍্য প্রথম তিনে রয়েছে কলকাতা। প্রথম পূর্ব মেদিনীপুর, পাশের হার ৯৬.৮১ শতাংশ,দ্বিতীয় কালিম্পঙ, পাশের হার ৯৪.১৩ শতাংশ, তারপরেই রয়েছে কলকাতা ৯৩.৭৫ শতাংশ।