Last Updated on March 4, 2023 12:25 PM by Khabar365Din
৩৬৫ দিন।আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রা।ওইদিন শিয়ালদা শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল।শিয়ালদা মেন লাইন-সহ কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে।রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন যাত্রী সংখ্যা কম থাকায় ট্রেন বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রার দিনে শিয়ালদা শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখায় সকালের দিকে এবং রাতের দিকে একাধিক ট্রেন বাতিল থাকবে।৩৪৭১১ লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল, ৩৪৮১১ ডায়মন্ডহারবার শিয়ালদা লোকাল, ৩৪৯৩৫ নামখানা শিয়ালদা লোকাল, ৩৪১১২ শিয়ালদা বজবজ লোকাল-সহ দক্ষিণ শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে।অন্যদিকে দোলের আগেই শিয়ালদা-বজবজ শাখায় শনিবার ও রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, টালিগঞ্জ এবং নিউ আলিপুরের মধ্যে একটি ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত ন’টা থেকে রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। শিয়ালদা-বজবজ শাখায় ডাউন ৩৪১৬০, ডাউন ৩৪১৬৪, আপ ৩৪১৫৯ এবং আপ ৩৪১৬৩। শনিবার বাতিল থাকবে। রবিবার এই শাখায় বাতিল থাকবে ডাউন ৩৪১১২, ডাউন ৩৪১১৬, ডাউন ৩৪১২২, ডাউন ৩৪১২৬, আপ ৩৪১১১, আপ ৩৪১১৫, আপ ৩৪১১৭, আপ ৩৪১২১ এবং আপ ৩৪১২৫।