Last Updated on May 24, 2023 11:54 PM by Khabar365Din
৩৬৫ দিন।প্রকাশ হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল।এবার বাকি জয়েন্ট এন্ট্রাসের রেজাল্ট।তারই দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।মঙ্গলবার টুইটে তিনি জানিয়েছেন,আগামী শুক্রবার অর্থাৎ ২৬ মে তারিখে প্রকাশ হবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। মূলত উচ্চমাধ্যমিক পরীক্ষার পর কোন পথে এগোবেন পড়ুয়ারা, তা নির্ণয় করে এই পরীক্ষা। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা হিসেবে গন্য হয় জয়েন্ট এন্ট্রান্স।তাই এই ফলাফল বহু পড়ুয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।জানা গিয়েছে, শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীর। বিকেল ৪ টের সময় থেকে ডাউনলোড করা যাবে এই ফলাফল।WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট হল- wbjeeb.nic.in, সেখানেই ফলাফল জানা যাবে বলে জানা গিয়েছে।৩০ এপ্রিল পরীক্ষা হয়েছিল।একমাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশিত হতে চলেছে।
কিভাবে ফলাফল দেখবেন?
১.পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-তে যেতে হবে।
২. WBJEE 2023 ট্যাবে ক্লিক করতে হবে।
৩.WBJEE 2023 Result লিঙ্কে ক্লিক করতে হবে।
৪.একটি নয়া পেজ খুলে যাবে। তাতে নিজের প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৫.স্ক্রিনে ‘র্যাঙ্ক কার্ড’ দেখানো হবে।তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।