Last Updated on March 1, 2023 9:53 PM by Khabar365Din
৩৬৫ দিন। সেলফি জোন আগেই ছিল। এবার, পিকনিক জোন! চিড়িয়াখানায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পিকনিক করার ধারাবাহিকতা বহু পুরনো। সেই পরিসরের নতুন গোড়াপত্তন করতে উদ্যোগী আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে চিড়িয়াখানার এক কর্তা জানান, আলিপুর চিড়িয়াখানায় পরিষ্কার, পরিচ্ছন্নতা নিয়ে আরও জোর দিচ্ছে। সেখান থেকেই এই চিন্তাভাবনা। যদিও, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবটাই, ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে। তবে, খাওয়া দাওয়া কিংবা পিকনিক করার নির্দিষ্ট জায়গা প্রয়োজন।
ফলে, মানুষদের জন্যেও এই ব্যবস্থা অনেক সুবিধাজনক হবে। উল্লেখ্য, গত দু বছর ধরে চলছিল আলিপুর চিড়িয়াখানায় সৌন্দর্য্যয়ানের কাজ। ঢেলে সাজানো হয় গোটা চত্বরকে। সেই সময় নিশাচর প্রাণীদের এনক্লোজারের সামনে বসানো হয় এক বিশালাকৃতির পেঁচা। শুরুর দিকে পেঁচার সামনেই দেখা গিয়েছিল সেলফি তোলার ধুম। ভিজিটরদের নতুন পছন্দের জায়গা হয়ে ওঠে এটি। অন্যদিকে, সৌন্দর্য্যয়ানের সময় সদস্য ভিত্তিক এলাকাকে চিহ্নিত করে বসানো হয়েছে আলাদা আলাদা গেট। প্রায় সব এনক্লোজারে বসানো হচ্ছে বিশেষ জাল। সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে তারের জালের উচ্চতা।
কিছু কিছু এনক্লোজারে বসানো হচ্ছে কাঁচের দেওয়াল। অনেক সময় দর্শকরা বিভিন্ন খাঁচার মধ্যে খাবার ছুঁড়ে দিতে থাকে। সেই অবস্থা বন্ধ করতেই এই ব্যবস্থা। এছাড়া, ভিতরে বসানো হয়েছে চাইল্ড কেয়ার সেন্টার। চিড়িয়াখানা সূত্রে খবর, শিম্পাঞ্জি, জিরাফ, হাতি সহ বেশিরভাগ এনক্লোজারে ইতিমধ্যেই দেওয়া হয়েছে জাল। পাশাপাশি, তথ্য ভিত্তিক বোর্ড দিয়ে বিভিন্ন কোণাকে সাজানো হয়েছে। যাতে চিড়িয়াখানার অন্দরমহলের মানচিত্র বুঝতে আরও একটু বেশি সুবিধা হয় দর্শকদের। এর আগেও সুরক্ষার জন্যে বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরার সংখ্যা।