Last Updated on May 26, 2023 1:02 PM by Khabar365Din
৩৬৫ দিন। বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই অনুযায়ী প্রস্তুত ছিল কলকাতা পুরসভা। বিদ্যুৎস্পৃষ্ট এড়াতে সব রকম পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভার আলো বিভাগ। যে সমস্ত অঞ্চলে বিদ্যুতের তারের জট রয়েছে সে সমস্ত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই কলকাতা পুরসভার আলো বিভাগের আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেন।
যেখানে খোলা বিদ্যুতের তার পাওয়া গিয়েছে সেখানেই তার গুলোকে মিটার বক্সের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দু একটি জায়গায় জল জমার ফলে বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ ব্যাহত রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত না জল সম্পন্ন নেমে যায়। কলকাতা পুরসভার একাধিক জায়গায় বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর পুরসভার আলো বিভাগের আধিকারিকরা প্রচার শুরু করেন, কোথাও যেন খোলা তারে হাত না দেওয়া হয়। কোন বিদ্যুতের খুঁটি থেকে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত রাখা হচ্ছে, কেউ যেন বিদ্যুতের খুঁটিতে হাত না দেন।
এদিন বৃষ্টির মধ্যেই একদিকে মেরামতির কাজ অন্যদিকে সাবধানতা অবলম্বনের জন্য প্রচার অভিযানের কাজ জোর কদমে চালিয়েছে কলকাতা পুরসভার আলো বিভাগ। দফতরের মেয়র পারিষদ সন্দীপ বক্সী জানিয়েছেন, শুধু বৃহস্পতিবারই নয়, চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে প্রতিদিন যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎস্পৃষ্ট এড়াতে কলকাতা পুরসভার আধিকারিকেরা কাজ চালিয়ে যাবেন। তারপর কালবৈশাখী সময়ে পেরিয়ে গেলে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাহত রেখে বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের খোলা তার মিটার বক্সে ঢুকিয়ে দেওয়া সহ সব ধরনের কাজ দ্রুততার সঙ্গে বর্ষার আগেই শেষ করবে কলকাতা পুরসভার আলো বিভাগ।