Weather Report: মেঘলা আকাশ থাকবে আরও বেশ কয়েকদিন

0

Last Updated on September 16, 2023 1:18 PM by Khabar365Din

৩৬৫ দিন। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় মেঘলা আকাশ। কোথাও কোথাও ঝমঝমিয়ে ২ এক পশলা বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ সমুদ্র ছেড়ে উপকূলের স্থলভাগে প্রবেশ করেছে। উত্তর ওড়িশা ও সংলগ্ন উপকূলে নিম্নচাপের অবস্থান। যা ওড়িশা দিয়ে ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখে যাবে।ফলে আরো বেশ কয়েকটা দিন এই ধরণের আবহাওয়া চলারই ইঙ্গত দিলো আবহাওয়া দফতর । তবে আশার কথা বৃষ্টি চললেও সেটা টানা হবে না ।মাঝে মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টি হবে ।তবে বেশ কিছু জায়গাতে এই বৃষ্টি দীর্ঘক্ষণ হলেই জলজমার সমস্যা তৈরী হবে ।

এছাড়াও দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় বজ্রপাত থেকে সাবধান। হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া ও হুগলিতে। আগামী ২৪ ঘন্টা গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। শনিবার ও রবিবার তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তিতে জেরবার হবে মানুষ। সোমবার থেকে ফের চলবে বৃষ্টির তাণ্ডব। এরপর বুধবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমারও সম্ভাবনা রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, তার সঙ্গে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৯ শতাংশ বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে সক্রিয় বর্ষা থাকলেও, দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু কম পরিমাণে হবে। উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়তে পারে। প্রবল বর্ষণে জমতে পারে জলস্তরও। ভূমিধসের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই বুলেটিন নিয়ে ধারাবাহিক আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে শুধু বাংলাতেই নয় নিম্নচাপের জেরে আগামী দুদিন প্রতিবেশী রাজ্য ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিমবঙ্গেও । শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ শুক্রবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি রকম বৃষ্টি হতে পারে।