Bridge Repair: আরও একটি ব্যস্ত উড়ালপুলের মেরামতির কাজ শুরু হবে,চলবে প্রায় ১ মাস

0

Last Updated on March 6, 2023 1:42 PM by Khabar365Din

৩৬৫ দিন। এবার শহরের আরও একটি ব্যস্ত উড়ালপুল।শুরু হবে মেরামতির কাজ।এটি চিংড়িঘাটা ফ্লাইওভার।স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল আগেই। শুরু হবে কাজ।জানা গিয়েছে,প্রায় এক মাস ধরে চলবে উড়ালপুল মেরামতির কাজ। তবে এর জন্য যান চলাচলে কোনও সমস্যা হবে না।কেএমডিএ-র আধিকারিকরা জানিয়েছেন,প্রায় এক মাস ধরে এই কাজ চলবে।যেখানে উড়ালপুলের স্টিলের গার্ডারকে শক্তিশালী করা হবে, গ্রাউটিং করা হবে।এছাড়াও, ফ্লাইওভারের ওজন কমানোর জন্যও কাজ করা হবে।এই সমস্ত কাজের জন্য প্রায় ১.২ কোটি টাকা খরচ ধার্য হয়েছে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে।আরও জানা গিয়েছে,পাশাপাশি উড়ালপুলের ধারণ ক্ষমতা আরও কিছুটা বাড়ানোর জন্য কাজ করা হবে।

এর জন্য উড়ালপুলের ইস্পাত প্লেটগুলি মেরামত করে আরও শক্তিশালী করা হবে।এক আধিকারিক জানিয়েছেন, মেরামতের মূল লক্ষ্য হল উড়ালপুলের কাঠামোকে যতটা সম্ভব শক্তিশালী করা।যাতে এটি যানবাহনের চাপ সহ্য করতে পারে এবং আরও কয়েক বছর ব্যবহার করা যেতে পারে। প্রায় এক মাস কাজ চলবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সেইসঙ্গে, উড়ালপুলে হালকা যানবাহন চলাচল অব্যাহত থাকবে। তবে প্রয়োজন হলে যান চলাচল আংশিক নিয়ন্ত্রণ করা হবে।প্রসঙ্গত,মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে কলকাতা-সহ গোটা রাজ্যের সেতু এবং উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই পর্বেই চিংড়িঘাটা উড়ালপুলের কিছু দুর্বলতা ধরা পড়ে। তার পরে উড়ালপুলটি দিয়ে বড় গাড়ির চলাচল বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এর আগে উল্টোডাঙা উড়ালপুলে চিড় ধরা পড়ার পরে ফের শহরের সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়। সেই পর্বে শিয়ালদহ উড়ালপুল বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। সম্প্রতি সাঁতরাগাছি উড়ালপুল সংস্কার হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here