Weather Report: তাপমাত্রা বাড়ার মাঝেই শুরু প্রাক বর্ষার মরশুম, বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই

0

Last Updated on May 29, 2023 12:30 PM by Khabar365Din

৩৬৫ দিন। দু এক দিনের ছুটি। তারপর, আবার খেপে খেপে বৃষ্টির বরাত। আগামী দিনে এমনই হতে চলেছে পরিস্থিতি। সেরকমই পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতভাবে কয়েকদিন শহরে বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে। কিছু কিছু জেলায় বৃষ্টি চলবে অবশ্য। তাঁদের বক্তব্য, এমত অবস্থা বেশিদিন নয়। আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি। ফলে, মাঝে মধ্যেই চলবে বৃষ্টি। এদিকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল।

কিছুদিন আগেই দফতর জানায়, ৪ জুন নাগাদ কেরলে ঢুকতে পারে মৌসুমী বায়ু। সাধারণ সময়, ১ জুন। স্বাভাবিক দিনের এক দুদিন এগিয়ে পিছিয়ে যাওয়াকে অবশ্য স্বাভাবিক বলেই ধরা থাকেন আবহাওয়াবিদরা। তাই, সেখান থেকে দেখলে দিন দুয়েক পিছিয়ে ঢুকতে পারে বর্ষা। তারপর, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু।অন্যদিকে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয় প্রতিবেশী রাজ্যগুলিতেও। এদিকে, গত কয়েকদিন পর পর ঝড়বৃষ্টি চলার কারণে কিছুটা কমের দিকেই রয়েছে তাপমাত্রা।

গতকাল আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বনিম্ন ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ, সোমবারও তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। যদিও, এই তাপমাত্রা কিছুটা বাড়লেও আপাতত আর তাপপ্রবাহের সতর্কতা নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত, গত ২৬ মে আলিপুরের উপর দিয়ে সন্ধ্যা ৬টা ১৯ নাগাদ ৫৫ কিমি বেগে, বয়ে গিয়েছে কালবৈশাখী ঝড়।

আরেকটি ঝড় বয়ে গিয়েছে, ৬টা ১৬ মিনিট নাগাদ দমদমের উপর দিয়ে ৪৬ কিমি বেগে। ঝড়ের স্থায়িত্ব ছিল ১ মিনিট পর্যন্ত। এর ঠিক আগের দিন, জামাই ষষ্ঠীর সন্ধেয় শহরে কালবৈশাখী ঝড় হয়। ২৫ মে সন্ধ্যা ৭টা ২০ নাগাদ আলিপুরের উপর দিয়ে বয়ে গিয়েছে একটি কালবৈশাখী ঝড়। আবহাওয়া দফতরের খবর, এদিন ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ৬৩ কিমি ঘন্টায়। ঝড়টির স্থায়িত্ব ছিল ৩ মিনিট পর্যন্ত। গতকাল অবশ্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয় দফতর।