Last Updated on September 18, 2021 11:48 PM by Khabar365Din
৩৬৫ দিন। বাংলার বালুচরী, কাঁথা, সিল্কের শাড়ি যা যে কোন নারীর বরাবর পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে, তা নিয়েই এবার মেলা শুরু হল বিধাননগরে। শনিবার বিধান নগরের ইজেডসিসি সংলগ্ন ঐকতান মঞ্চে উদ্বোধন হল বালুচরী, কাঁথা ও সিল্ক শিল্প মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসএমই দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে। স্বাভাবিকভাবেই পুজোর আগে বিধাননগরের মতো জায়গায় স্বল্পমূল্যে সিল্কের শাড়ি বা কাঁথা স্টিচের পাঞ্জাবির চাহিদা মেলাজুড়ে বজায় থাকবে বলেই মত প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। রাজ্যের প্রতিটি জেলা থেকে পসরা সাজিয়ে বসেছে অসংখ্য ব্যক্তিরা।
মেলাজুড়ে ১৪২ টি স্টল দেওয়া হয়েছে। এছাড়াও ঘর সাজানোর নানান উপকরণ পাওয়া যাচ্ছে মেলায়। এদিন উদ্বোধনের পরে দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, এই ধরনের মেলা মূলত পুজোর আগে করা হয়। কারণ একদিকে এর ফলে যেমন পুজোর আগের মার্কেটিং সেরে নেওয়া যায় অন্যদিকে গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা পসরা সাজিয়ে বসেছেন তাদের কিছু লাভ হয়।” প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া হয় মেলায়। প্রথম দিন মেলায় গিয়ে জানা গেল, তাঁতের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন সুন্দর আলম। নদীয়ার বাসিন্দা সুন্দর বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মেলা চলাকালীন আমাদের ভর্তুকি দিয়ে থাকেন। আমরা শুধু মাল টুকু নিয়ে বিক্রির জন্য এখানে চলে আসি। পুজোর আগে বলেই বিক্রি-বাট্টা ভালো হয়।”