শহরের ১০ মঞ্চে ৫ হাজারেরও বেশি শিল্পীকে নিয়ে ২৪ ডিসেম্বর থেকে সঙ্গীত মেলা

0

Last Updated on December 22, 2020 10:43 PM by Khabar365Din

৩৬৫ দিন। শীত পড়তেই শহরে শুরু হয় উৎসবের মরশুম। কোথাও পিঠে পুলি তো কোথাও গান-নাটক। তবে এবার চিত্রটা একটু আলাদা। সৌজন্যে-কোভিড-১৯। বেশি মানুষের সমাগম একেবারেই বারণ। তাই সেইভাবেই সবটা আয়োজন হচ্ছে। তেমনই ২০২০ এর বাংলা সংগীত মেলা শুরু হচ্ছে। বুধবার উত্তীর্ণ মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তাঁরই সঙ্গে শুরু হচ্ছে বিশ্ববাংলা লোক-সংস্কৃতি উৎসব ২০২০। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কয়েকজন প্রখ্যাত শিল্পীকে সঙ্গীত মহাসম্মান ও সঙ্গীতসম্মান দেওয়া হবে বলেই জানা গেছে। আগামী ২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিকেল ৪টে থেকে শহরের ১০টি মঞ্চে এই অনুষ্ঠান হবে। ওই মঞ্চ গুলির মধ্যে রয়েছে রবিন্দ্রসদন, শিশির মঞ্চ সহ বেশ কয়েকটি। সেই সঙ্গেই ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চারুকলা পর্ষদ প্রাঙ্গন সংলগ্ন মুক্তমঞ্চে এবং ১ জানুয়ারি ২০২১ তারিখে একতারা মুক্তমঞ্চে ‘বিশ্ববাংলা লোকসংকৃতি উৎসব’ অনুষ্ঠিত হবে। এই সংগীতমেলায় কলকাতার ১০টি মঞ্চে প্রায় পাঁচ হাজারেরও বেশি সংগীতশিল্পী,সঞ্চালক এবং যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবে বলেই যানা গেছে। তাছাড়া ২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন পাড়ায় ‘পাড়ায় পাড়ায় সঙ্গীতমেলা’ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here