Last Updated on February 19, 2023 1:37 PM by Khabar365Din
৩৬৫ দিন। বসন্তের দুপুরে মেঘলাপ! শহরের আকাশে বিক্ষিপ্ত মেঘের আনাগোনা। এপ্রান্ত থেকে ওপ্রান্তে টুকরো বৃষ্টির সম্ভাবনা। আজ, রবিবারও থাকছে পূর্বাভাস। কলকাতা সহ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বিক্ষিপ্ত সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্তর জেরে আজ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। রবিবারও তাপমাত্রা পতনের আরও কোনও ইঙ্গিত নেই। এবছরের মতো শীত বিদায় নিয়েছে। তবে ভোরের দিকে কুয়াশা থাকবে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান ছত্তিশগড় ও ওড়িশার খুব কাছাকাছি। এর ফলেই গত দু’দিন ধরে আকাশ মেঘলা থাকছে। তাই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনায়। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও কলকাতায়। দফতরের খবর, রবিবার সকালে আলিপুরের তাপমাত্রা ২০.৭ ডিগ্রিতে। গত শনিবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। পাশপাশি আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে। আকাশ আংশিক মেঘলা থাকলেও মাঝে রোদ উঠবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি ছুঁয়ে যাবে। রাতে তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনে। সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে ঠেকবে ২১ থেকে ২২ ডিগ্রিতে।