Last Updated on February 19, 2021 10:01 PM by Khabar365Din

■■
৩৬৫ দিন। সন্দেহ ছিল আগে থেকেই। তবে এবার একেবারে হাতে নাতে ধরা পড়ল উঠতি বিজেপি নেত্রী। ১০০ গ্রাম কোকেন সহ গ্রেফতার করা হয় বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে। তাঁর সঙ্গে থাকা আরেক বিজেপি নেতা প্রবীর দে কেও আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরের রাস্তায় গাড়ি ধাওয়া করা হয়। তারপরেই চারিদিক থেকে গাড়ি ঘিরে দেওয়া হয়। তারপরে তল্লাশির চালানো হয় নেত্রীর হ্যান্ডব্যাগ। সঙ্গে গাড়িও। তারপরই সেখান থেকে উদ্ধার হয় কোকেন। তবে এই উঠতি নেত্রী কে?জানা গিয়েছে, তিনি বিজেপি যুবমোর্চার সাধারন সম্পাদক ও হুগলি জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামী। সম্প্রতি তাঁকে নেতাজির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে। কখনও আবার রাজ্যপাল জগদীপ ধকরের হাতে রাখি পড়াতেও দেখা গিয়েছে।শুধু তাই নয় জেপি নাড্ডা, দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, কখনও আবার মুকুল রায়ের সঙ্গেও দেখা গিয়েছে।লিস্টে বাদ নেই বিজেপি নেতা জয়, তেজশ্রী সূর্য সহ অনেকেই। কিংবা রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে। তবে সামনে দলকে রেখে পেছনে চলত মাদক কারবার। তার রয়েছে আবার কেন্দ্রীয় নিরাপত্তা। কিভাবে এই কারবার চলছে তাই চলছে পুলিশি তদন্ত। পুলিশ সূত্রে খবর, এই প্রথম নয়।তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিলই। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করছিল। এদিন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে পামেলার গাড়ি ধাওয়া করে জালে আনা হয় হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। পুলিশ সূত্রে খবর, প্রায় ৮ টি গাড়ি করে তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরা হয়। এরপর আর বিজেপি নেত্রীর পালানোর পথ ছিল না। পামেলা গোস্বামীর সঙ্গেই ছিলেন প্রবীর দে। যিনি বিজেপি নেতা বলেই পরিচিত। আরও জানা গিয়েছে, রমরমিয়েই শহরে মাদক কারবার চালাচ্ছিলেন। এই খবর অনেক দিন ধরেই পুলিশের কাছে। এই কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই। তাঁর সঙ্গী ছিল ওই বিজেপি নেতা প্রবীর দে। তবে এদিন একেবারে গুছিয়ে তাঁকে ধরতে যায় পুলিশ। শেষ রক্ষা আর হল না। একেবারে খাস কলকাতার এন আর এভিনিউ দিয়ে যাওয়ার সময় পুলিশ চারিদিক থেকে তাঁর গাড়ি ঘিরে ধরেন। তল্লাশি চালানো হয় গোটা গাড়ি। তারপরেই ১০০ গ্রাম মাদক সহ তাঁকে গ্রেফতার করা হয়।