Last Updated on August 27, 2023 7:25 PM by Khabar365Din
৩৬৫ দিন। যাদবপুর কাণ্ডে অন্যতম চক্রী সৌরভের পর গ্রেফতার হয়েছিল আরও ২ অভিযুক্ত দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ। প্রথম পুলিশ হেফাজত শেষে শনিবার আবার আদালতে তাদের পেশ করা হলে ফের ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে এদিন এই দু’জনের নামে নতুন একটি ধারা দেয় কলকাতা পুলিশ।ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা অর্থাৎ পুলিশকে কাজে বাধা দেওয়ার ধারা। পুলিশের বক্তব্য, ৯ অগস্ট অর্থাৎ ঘটনার দিন জয়দীপ ঘোষের সঙ্গে এই দু’জনও পুলিশি কাজে বাধা দেয়।এই ঘটনায় আবার আদালত ৩০ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।উল্লেখ্য জয়দীপের বিরুদ্ধে এই ধারাতেই আলাদা মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ ।
সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল এদেরকে ফের পুলিশ হেফাজতে নেয়ার প্রসঙ্গে এদিন আদালতে বলেন পুলিশি কাজে বাধা দেওয়ায় দীপশেখর, মনোতোষদের সঙ্গে আরও কয়েকজন যুক্ত বলে তদন্তে উঠে এসেছে । তাদের পরিচয় জানতেই দীপশেখরদের জেরা করা দরকার। সেই আবেদনেই ৩০ তারিখ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। যেহেতু পুলিশ হেফাজতে জেরার দরকার, তাই আপাতত তাঁরা পুলিশ হেফাজতেই থাকবেন। উল্লেখ্য জয়দীপ ছাড়া ধৃত ১২ জনের বিরুদ্ধেই খুন , র্যাগিং সহ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত করছে পুলিশ।এদিন নতুন এই জামিন অযোগ্য ধারা যুক্ত হলে পরে এদের সবাইকে একই সঙ্গে যুক্ত করে মামলাকরা সম্ভব হবে ।এদিন ছাত্রমৃত্যুর ঘটনায় শুনানির শুরুতেই দীপশেখরের হাতের লেখা পরীক্ষার আবেদন জানান সরকারি আইনজীবী। কারণ, যে চিঠিটি উদ্ধার হয়েছিল, তা দীপশেখরের লেখা বলেই তদন্তে উঠে আসে। এরপরই পুলিশ নতুন ধারা যুক্ত করার কথা বলে।ইতিমধ্যে সরকারি আইনজীবী আদালতকে জানিয়েছে যে রীতিমতো পিক এন্ড চুজ অর্থ্যাৎ বেছে বেছে পরিকল্পনা করে প্রথম বর্ষের ওই পড়ুয়ার বিরুদ্ধে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি ।
মনোতোষ সমাজবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র, অন্যদিকে দীপশেখর দত্ত অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র।১১ অগস্ট গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরীকে। ১৩ অগস্ট গ্রেফতার করা হয় দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ নামের দুই পড়ুয়াকে। ১৬ অগস্ট গ্রেফতার করা হয় সপ্তক কামিল্যা, অসিত সর্দার, মহম্মদ আরিফ, সুমন নস্কর, অঙ্কন সর্দার, মহম্মদ আসিফ আজমলকে। ১৮ অগস্ট গ্রেফতার করা হল শেখ নাসিম আক্তার, হিংমাশু কর্মকার, সত্যব্রত রায়কে। আগস্টের ১৯ তারিখ হস্টেলে ঢুকতে পুলিশকে বাধা দেওয়ার মামলায় শনিবার গ্রেফতার হন জয়দীপ ঘোষ।