Last Updated on May 18, 2023 1:18 PM by Khabar365Din
৩৬৫ দিন। মানুষের সভ্যতা যত সুদূরব্যাপ্ত হয়েছে,সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করার তাগিদ। আর ঠিক এই জায়গায় কাজে এসেছে প্রযুক্তি।তার সাহায্যে টেলিকমিউনিকেশনের মাধ্যমেই হালফিলে পৃথিবীর এক প্রান্ত পৌঁছে যায় আরেক প্রান্তের কাছে। বিপদের দিনে নিমেষে পৌঁছে যায় সাহায্যসূত্রের সন্ধান। সেই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির গুরুত্ব উদযাপনের লক্ষ্যেই প্রতি বছর ১৭ মে তারিখটি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে।এই দিনেই বড় ঘোষণা করল বিএসএনএল।জানাল,চলতি বছরের শেষের দিকেই আসছে ৪ জি নেটওয়ার্ক।ফলে বিএসএনএল এর গ্রাহকদের জন্য খুশির খবর।
বুধবার প্রেস ক্লাবে পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়ার,কলকাতা চ্যাপ্টার এর আয়োজিত অনুষ্ঠানে বিএসএনএল এর চিফ জেনারেল ম্যানেজার দেবাশিস সরকার এই ঘোষণা করেন।তিনি জানান,আপাতত ১০৭টি সাইটে ৪ জি নেটওয়ার্ক রয়েছে।তবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১০০ শতাংশ জায়গায় এই নেটওয়ার্ক চালু করে দেওয়া হবে।শুধু তাই নয় ৫জি এর ব্যবস্থাও তৈরি।আস্তে আস্তে আগামী বছর সেটিও চালু হয়ে যাবে।এদিন এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন পিআরএসআই,কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান সৌমজিৎ মহাপাত্র।ছিলেন দেবাশিস সরকার(বিএসএনএলের সিজিএম),রুপা পাল চৌধুরী(প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার(ফিন্যান্স)।
সেখানেই টেলিযোগাযোগের গুরুত্ব ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়।তারই সঙ্গে এই ক্ষেত্রের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সকলের জন্য সংযোগ নিশ্চিত করে এবং ডিজিটাল বিভাজনের সেতু বন্ধনের দিকে নজর দেওয়ার কথাও আলোচনা হয়।তাছাড়া টেলিকম সেক্টরের বিভিন্ন বিষয়েও আলোকপাত করা হয়।আর তারই সঙ্গে বিএসএনএল গ্রাহকদের জন্য বিশেষ উপহারের কথাও ঘোষণা করা হয়।২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করবে এই সংস্থাটি।এর ফলে বিভিন্ন আদিবাসী গ্রামে হাই স্পিড মোবাইল কানেক্টিভিটি পৌঁছে যাবে।ফলে দেশের বিপুল সংখ্যক আদিবাসী মানুষও ৪জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।