বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার সামান্য উন্নতি , আপাতত স্থিতিশীল

0

Last Updated on July 31, 2023 5:56 PM by Khabar365Din

৩৬৫দিন। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ভেন্টিলেশনে থাকলেও তাকে ভেন্টিলেশন থেকে বার করে আনার চেষ্টা করছেন চিকিৎসকরা। সোমবার সকালে তার সিটি স্ক্যান হয়। নতুন করে আর বুকে সংক্রমণ ছড়ায় নি বলেই জানা গিয়েছে। উডল্যান্ডস হাসপাতালে তরফে দেওয়া মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছেন। সোমবার সকালে সিটি থোরক্স করা হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য, শনিবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় বুদ্ধদেববাবুকে আলিপুরের উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিনের সিওপিডির রোগী। দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, গায়ে জ্বর এবং বুকে সংক্রমন নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার চিকিৎসার জন্য নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।