Shootout@ থিয়েটার রোড, টার্গেট পঙ্কজ সিং

0

Last Updated on September 14, 2021 12:11 AM by Khabar365Din

৩৬৫ দিন। শহরে একের পর এক চলছে গুলি। টার্গেট বেশি রাতের দিকেই। বাঁশদ্রোনির পর এবার শেক্সপিয়ারসরনী। রবিবার রাতে ওই এলাকায় একটি মিষ্টি দোকানের সামনে ঘটে এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিষ্টির দোকানের সামনে গুলি চলে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম পঙ্কজ সিং।

রবিবার রাত ৮টার সময় খিদিরপুর থেকে হাওড়া সালকিয়া স্কুল রোডে বাইকে করে বাড়ি ফিরছিলেন পঙ্কজ সিং। সেই সময় গড়িতে করে এসে তাঁর উপর গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁকে জখম অবস্থায় সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। কেন গুলি চালানো হয়েছে, কে বা কারা গুলি চালালো, সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here