Last Updated on March 29, 2023 1:56 PM by Khabar365Din
৩৬৫ দিন। নাছোড় গরম নেই নিস্তার নেই। তবুও, বৃষ্টি দেখা নেই শহরে। পূর্বাভাস থাকলেও শহরকে ফাঁকি দিয়ে শুধুমাত্র জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে গত মঙ্গলবার। আলিপুর আবহাওয়া দফতরের খবর, কলকাতায় হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছেই। বৃহস্পতি, শুক্রবার নাগাদ কিছুটা হলেও সেই সম্ভাবনা বাড়বে এবং বজ্রবিদ্যুত সহ বৃষ্টির আশঙ্কা। কিন্তু, জেলার ক্ষেত্রে বিরাম নেই। প্রতিদিনই দক্ষিণবঙ্গের কোন না কোন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এবং আগামী ৫ দিনে এরকমই থাকবে আবহাওয়া। অন্যদিকে, শহরে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। ৩৫ ডিগ্রির কাছাকাছিই থাকবে গ্রাফ। গতকাল আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
আজ, বুধবারও এরকমই অর্থাৎ ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। কারণ জানিয়ে এক আবহাওয়াবিদ জানান, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় রয়েছে। এছাড়াও, একটি অক্ষরেখা রয়েছে বিহার থেকে ওড়িশা পর্যন্ত। সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সেই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। এবং রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, আগামী পাঁচদিন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত উপকূলে জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। আগামী ৫দিনে দিনের বেলায় সেভাবে পরিবর্তন হবে না তাপমাত্রা। উত্তরবঙ্গে পাহাড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবেই। এদিকে, উত্তরবঙ্গের উপর থাকা অক্ষরেখা সরে গিয়েছে। ফলে, রাজ্যের উপর আপাতভাবে নেই কোন অক্ষরেখা।