Last Updated on April 9, 2023 12:52 PM by Khabar365Din
৩৬৫ দিন। খাঁচার বাইরে শিম্পাঞ্জি! ঘুরে ফিরে বেড়াচ্ছে। মাঝেমধ্যেই পথ চলতি মানুষকে ডেকে হাত মেলাচ্ছে। তবে, এ শিম্পাজিকে দেখে ভয় পাচ্ছেন না কেউই। বরং, হেসে তুলে নিচ্ছেন সেলফি। গত শনিবার, আলিপুর চিড়িযাখানা চত্বরের ছবিটা ছিল এরকমই। কিন্তু, ব্যাপারখানা কি? আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, গত ৮ এপ্রিল ছিল ন্যাশনাল জু লাভারস ডে অর্থাৎ, জাতীয় চিড়িয়াখানা প্রেমী দিবস। এই দিনটিকে উদযাপন করতেই আয়োজন করা হয় নানা ধরনের বিনোদন। যেখানে, চিড়িয়াখানার এক এক কর্মী শিম্পাঞ্জি দর্শকদের আনন্দ দেওয়ার জন্যে বেশ ধারণ করেন। এছাড়াও, পথ চলতি ভিজিটরদের সঙ্গে খেলা হয় কুইজ কনটেস্ট। প্রশ্নের সঠিক উত্তর দিলেই হাতে তুলে দেওয়া হচ্ছে আকর্ষণীয় পুরস্কার। চিড়িয়াখানার কর্মীরাই তুলে দেন পুরস্কার। উল্লেখ্য, প্রতি বছরই বার্ষিকভাবে উদযাপন করা হয় এই দিনটিকে।
মূলত, মানুষকে বন্যপ্রাণ রক্ষা নিয়ে আরও বেশি সজাগ এবং সতর্ক করাই এর উদ্দেশ্য। মানুষকে বিলুপ্তপ্রায় প্রজাতি সম্পর্কে জানা এবং পরিচিত করাও অন্যতম কারণ। তবে, এখানেই শেষ নয়। কিছুদিন আগে ছিল আন্তর্জাতিক ভালুক দিবস। এদিনই, আলিপুর চিড়িয়াখানায় নিজস্ব ঘর পায় দুই ভালুক ছানা। দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার।প্রসঙ্গত, বছর খানেক আগে এই দুই ভালুক ছানাকে পাচার করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। উদ্ধার কর্তার ভূমিকা নেন বনবিভাগের আধিকারিকরা। তারপর, সোজা আলিপুর চিড়িয়াখানা। দীর্ঘ কয়েক মাস ভাল্লুক ছানা দুটির ঠিকানা ছিল চিড়িয়াখানার পশু হাসপাতাল। সূত্র মারফত জানা গিয়েছে, মাস দুই আগে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থেকে দুটি ভাল্লুকের শাবক উদ্ধার করা হয়।বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল দুই শাবককে। উদ্ধারের সময় তাদের বয়স ছিল দু মাস। ওজন ছিল অনেকটাই কম।