Weather Report: প্রাক বর্ষার মরশুমে পুড়ছে শহরবাসী, এমত অবস্থা আরও ৭২ ঘন্টা

0

Last Updated on June 4, 2023 1:24 PM by Khabar365Din

৩৬৫ দিন। প্রাক বর্ষার মরশুমে পুড়ছে শহরবাসী। এমত অবস্থা আরও ৭২ ঘন্টা। এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা। পাহাড়ে দু চার ফোঁটা বৃষ্টি হলেও, এখনই দক্ষিণবাসীর নেই কোন অব্যাহতি। গতকাল আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির কাছাকাছি থাকলেও, আদ্রতাজনিত অস্বস্তিতে জেরবার মানুষ। এক বুলেটিন দিয়ে আবহাওয়া দফতর জানায়, ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, নদীয়া জেলার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের বাকি জেলায় অস্বস্তির আবহাওয়া। ৬-৭ তারিখ দক্ষিণবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। দিনের দিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। এমনকি, উত্তরের জেলাতেও থাকবে এই পরিস্থিতি। চলতি মরশুমে আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৪১ ডিগ্রি ছুঁয়েছে গ্রাফ। ক্রমাগত ৪০ ডিগ্রির আশেপাশে থেকেছে তাপমাত্রা।

লু পরিস্থিতি ছিল এক সপ্তাহের বেশি। সেই অবস্থায় আবারও ফিরছে শহরবাসী। এই নিয়ে বেশ কিছু সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যেমন, শিশু, প্রবীণ এবং অসুস্থদের গরমের মধ্যে প্রয়োজন ছাড়া বেরোতে বারণ এবং ভারী কাজ করতে বারণ করা হচ্ছে। হিট ক্রাম্প, হিট স্ট্রোকের বিষয়ে সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি, দীর্ঘক্ষণ রোদের মধ্যে না থাকা।