শহরের বিভিন্ন প্রান্তে জমে উঠেছে রং-বাজার

0

Last Updated on March 6, 2023 1:13 PM by Khabar365Din

৩৬৫ দিন। রাত পোহালেই রঙের উৎসব। শহরের বিভিন্ন প্রান্তে জমে উঠেছে রং-বাজার। দেদার বিকোচ্ছে লাল, গোলাপী, নীল, সবুজ এবং হলুদ আবির। বিক্রেতাদের বক্তব্য, বরাবরই লাল এবং গোলাপি আবিরের চাহিদা থেকেছে। প্রতিবারই এই দুই রঙের আবির সবথেকে বেশি বিক্রি হয়। এবারও, তাই হচ্ছে। তবে, এবার তুলনামূলকভাবে সবুজ এবং হলুদ আবির চাহিদা বেড়েছে। রবীন্দ্র সদনে এক আবির বিক্রেতা জানান, বিক্রি তুলনামূলক ভাল। রবিবার, ছুটির দিনে অনেকেই আবির নিয়ে বন্ধুদের সঙ্গে খেলছেন। আবার, অনেকে বাড়ির জন্যেও কিনছেন।

সবমিলিয়ে, বিক্রি ভালই। গত দুবছরে করোনা সীমাবন্ধতা কাটিয়ে আরও একবার চাঙ্গা রং বাজার। খুশি বিক্রেতারা। প্রাক-দোল পর্বে শহরের বিভিন্ন প্রান্তে চলল কেনাকাটার ধুম। আবির, পিচকারি, মুখোশ, নকল রঙিন চুলের বাহার দোকানে দোকানে। এই নিয়ে মানিক্তলার এক রং ব্যবসায়ী জানান, এটা সত্যি, এবারে বাজার ভাল। গত দুই বছরের তুলনায় এই বছর লোকজন আবির কিনছেন। চাহিদা রয়েছে। গতবারও কিনেছিল। তবে, অনেকটাই কম। সেই তুলনায় এবার বেশি। এখনও সময় আছে। আশা করছি, চাহিদা আরও বাড়বে। অন্য এক বিক্রেতা রাজকমল বাবু জানাচ্ছেন, লাল আবিরের চাহিদা সবথেকে বেশি। তবে, গোলাপী, সবুজ, বেগুনি, সাদা, নীলচে সবুজ, এই সব বিক্রি বেশ ভাল। কিছু কিছু ক্রেতারা অভিযোগ তুলছেন, বিক্ষিপ্তভাবে সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। অনেক জায়গাতেই, পিচকারি, মুখোশ সহ আবিরের দাম বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here