Metro: শুরু হল ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ

0

Last Updated on September 18, 2023 6:56 PM by Khabar365Din

৩৬৫ দিন। জোকা এসপ্ল্যানেড মেট্রো রুটেএবার ভিক্টোরিয়ার সামনে দিয়ে গড়াবে মেট্রোর চাকা। রবিবার থেকে শুরু হল ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ। শহরের অন্যান্য মেট্রো স্টেশনের মতো সম্প্রতি জোকা এসপ্ল্যানেড মেট্রো রুটের কাজ চলছে জোর কদমে। মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজও একেবারে শেষের পথে এসে দাঁড়িয়েছে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে স্টেশনটি। রেল বিকাশ নিগম লিমিটেড(আরভিএনএল ) ৪৮ মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট নিয়েছে।

মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড রুটটি চালু হলে, কলকাতার দক্ষিণ-পশ্চিম অংশ অর্থাৎ তারাতলা, বেহালা, ঠাকুরপুকুর এবং জোকা এলাকা থেকে মধ্য কলকাতায় যাতায়াত অনেক বেশি সহজ হয়ে উঠবে ৷পার্পল লাইনের চারটি আন্ডারগ্রাউন্ড স্টেশনের মধ্যে ভিক্টোরিয়া স্টেশন হবে একটি। এই স্টেশনটি চালু হলে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ খুব সহজেই আইকনিক ভিক্টোরিয়া স্থাপত্যটি দেখতে পারবেন। এটি মনুষকে কলকাতা শহরের আরও দুটি আইকনিক স্থাপত্য বিড়লা প্ল্যানেটেরিয়াম তারামন্ডল এবং সেন্ট পলস ক্যাথেড্রাল দেখার সুযোগ করে দেবে। এই স্টেশনটি রবীন্দ্র সদন, নন্দন, একাডেমি অফ ফাইন আর্টস, নেহেরু চিলড্রেনস মিউজিয়াম, বিখ্যাত পিজি হাসপাতালের বিকল্প একটি গেটওয়ে হবে। যার সাহায্যে শহর এবং শহরতলির লোকেরা গড়ের মাঠে খুব সহজেই পৌঁছতে পারবে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিক্টোরিয়া স্টেশন তৈরির জন্য প্রায় ৫০০০ বর্গমিটার এলাকা ব্যারিকেড দিয়ে ঘেরা হচ্ছে।পাশাপাশি ময়দানের ফোয়ারাটি প্রথমে ভেঙে ফেলা হবে এবং কাজ শেষ হওয়ার পরে ফোয়ারাটি আবার তৈরি করা হবে। বর্তমানে আরভিএনএল কাজ শুরু করার আগে মোবালাইজেশনের কাজ শুরু করেছেন। সম্পূর্ণভাবে কাজ শেষ করতে ৩০ সপ্তাহ সময় লাগবে। লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড দ্বারা কাট এবং কভার পদ্ধতির সাহায্যে এই স্টেশনটি নির্মাণ করা হবে। ব্যারিকেড দেওয়ার কাজ শেষ হলে শুরু হবে ডায়াফ্রেমের কাজ শুরু হবে। যা প্রায় ৩২৫ মিটার দীর্ঘ। কম্পন মেট্রো রেলওয়ের নির্মাণ ও পরিচালনার সময় কম্পনের মাত্রা নির্ণয় করার জন্য ইতিমধ্যেই ইমপ্যাক্ট স্টাডি করা হয়েছে। ভাইব্রেশন ইমপ্যাক্ট স্টাডির রিপোর্টের ভিত্তিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে। বায়ু ও শব্দ দূষণ কমাতেও নেওয়া হবে বিভিন্ন ব্যবস্থা।