Loreto College: বিতর্কিত বিজ্ঞপ্তি লরেটো কলেজের, ইংরেজি মাধ্যমের পড়ুয়া না হলে ভর্তি নয়

0

Last Updated on July 4, 2023 12:39 PM by Khabar365Din

৩৬৫দিন। শুধু মাত্র ইংরেজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাস করলেই কলেজে ভর্তির জন্য আবেদন করা যাবে। বাংলা অথবা অন্য কোন মাধ্যমে পড়াশোনা করলে এই মিশনারিজ কলেজে ভর্তি নেওয়া হবে না। এমনই বিজ্ঞপ্তি দিয়ে বিতর্কে জড়াল কলকাতার লরেটো কলেজ। সম্প্রতি স্নাতকোত্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। লরেটো কলেজের ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইংরেজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করলে তবেই ভর্তির আবেদন করা যাবে। বাংলা বা হিন্দির মতো আঞ্চলিক ভাষার মাধ্যমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন যারা, তাদের কলেজে ভর্তি নেওয়া হবে না।

এই বাংলা বিরোধী ফতোয়ার বিরুদ্ধে লোরেটো কলেজ কর্তৃপক্ষের যুক্তি, যে হেতু এই কলেজে পড়াশোনা এবং ক্লাস ইংরেজিতেই হয়, তাই ছাত্রীর পড়াশোনার সুবিধার জন্যই ইংরেজিতে সড়গড় হওয়া জরুরি। এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ঐতিহ্যবাহী লোরেটো কলেজ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে কোন মন্তব্য করেনি। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সাফ জানানো হয়েছে, তাদের কোন নির্দেশিকায় এমন কথা কখনো বলা হয়নি। কলকাতা শহরের কলেজে নির্দিষ্ট ভাষাকে প্রাধান্য দিয়ে ভর্তি নেওয়া হবে।

এই ধরনের কোনো নিয়ম বিশ্ববিদ্যালয়ে নেই। যদি এই বিজ্ঞপ্তি লরেটো কলেজ দিয়ে থাকে, তাহলে বিস্তারিতভাবে খোঁজ খবর নেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এমন নোটিশ কখনই কাম্য নয়। রাজ্যের শিক্ষা মহল প্রশ্ন তুলেছে, কলকাতা শহরের এত নামি ঐতিহ্যবাহী, সরকারি স্বীকৃত কলেজ কি করে বাংলা ও আঞ্চলিক ভাষাকে সরাসরি উপেক্ষা করে ইংরেজি মাধ্যমকে বাধ্যতামূলক করতে পারে? যেখানে আমাদের রাজ্যে বাংলা সর্বাধিক কথিত ভাষা। অধিকাংশই মাতৃভাষা বাংলা। সেখানে কি করে বাংলা ভাষাকে বাদ দিয়ে এরকম ফতোয়া জারি করল।