Weather Report: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় এর রূপ নিতে পারে মোখা, চলতি সপ্তাহে গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি

0

Last Updated on May 3, 2023 11:53 AM by Khabar365Din

৩৬৫ দিন। আবারও ফিরবে সেই ভয়াল রাতের স্মৃতি? সেই মে মাস। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত।তাহলে, কি আরও এক ঘূর্ণিঝড়ের আঁতুড়ঘর হতে চলেছে সাগর? আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৬ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর কিংবা মধ্য বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি ৮ তারিখ নাগাদ পরিণত হবে নিম্নচাপে। সেটিই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, এমনই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। ঘূর্ণিঝড় মোখা। নাম দিয়েছে ইয়েমেন। কিন্তু, অভিমুখ কিংবা ল্যান্ডফল কি সেই বঙ্গেই নাকি পার্শ্ববর্তী রাজ্যে? এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে কোন স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। তাঁদের বক্তব্য, ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরই একমাত্র স্পষ্ট করে বলা সম্ভব হবে। প্রসঙ্গত, এর আগে ঘূর্ণিঝড় মনদৌস যায় দক্ষিণ ভারতের দিকে। ফলে বঙ্গের ফাঁড়া কাটে। এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংএর অভিমুখ পরিবর্তন করায় ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটে।

বাংলাদেশ উপকূল, তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মাঝামাঝি বরিশালের পাশে লান্ডফাল হয়। তারও আগে ঘূর্ণিঝড় অশনির দাপটে সরাসরি কোন প্রভাব পড়েনি রাজ্যে। সাগরেই বিলীন হয় ঘূর্ণিঝড় অশনি। সমুদ্র বক্ষেই ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় আবার, সেখান থেকে শক্তিক্ষয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। উল্লেখ্য, এর আগে ইয়াস এবং আম্ফানের মত শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছে রাজ্যবাসী। আম্ফানে তীব্রতা বেশি থাকায় কার্যত তছনছ হয় কলকাতা সহ উপকূলের জেলাগুলি। ইয়াসেও ব্যাপক প্রভাব পড়ে উপকূলে। সবমিলিয়ে, এবার ঘূর্ণিঝড়ের গতিপথ কোনদিকে সেই নিয়ে চিন্তায় বঙ্গবাসী।
অন্যদিকে, রাজ্যে চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছেই। এক বুলেটিন প্রকাশ করে দফতর জানায়, শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩ তারিখ অর্থাৎ বুধবার একটু বাড়বে বৃষ্টি তারপর আবার ৪ তারিখ কিছুটা কম থাকলেও শুক্র এবং শনিবার ফের কিছুটা বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা।৫ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে শহরে। এক সপ্তাহের মধ্যে ৪০ ডিগ্রিতে পৌঁছাবে না। তবে, ধীরে ধীরে স্বাভাবিকের উপরে পৌঁছে যাবে গ্রাফ। রবিবার কিছু জেলায় বৃষ্টি হতে পারে হালকা। উত্তরবঙ্গে আগামী ৫ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছেই। এদিকে, পূর্বাভাস মতই গত মঙ্গলবার দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টি চলে হালকা থেকে মাঝারি।

ঘূর্ণি ঝড় নিয়ে বৈঠক হলো নবান্নে

তবে মোখা ঘূর্ণিঝড় নিয়ে আগাম সতর্ক রাজ্য | আগামী ১০ মে’র পরই রাজ্যের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণি ঝড় মোখা | যদিও এর গতিপথ এখনো ঠিক দিতে পারেনি তবে আমফান আইলার স্মৃতি মাথায় রেখে মঙ্গলবারই এই নিয়ে প্রথম বৈঠক সেরে নিলো মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী | বেশ কিছু দফতরের কর্তাদের সঙ্গে এদিন বৈঠক করেন তিনি | রাজ্যে ক্ষয়ক্ষতি যাতে কম হয় তার জন্যই এই বৈঠক বলে জানিয়েছেন তিনি |
নবান্ন সূত্রে যান গেছে এদিন সিভিল ডিফেন্স সহ বিপর্যয় মোকাবিলার সমস্ত আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন | এদিন মুখ্য সচিব মূলত দক্ষিণ ২৪ পরগনার ও সমুদ্র সংলগ্ন এলাকা সম্মন্ধে খোঁজ খবর নেন | এছাড়াও রেল ও বিদ্যুৎ দফতরকে এদিন বিশেষ ভাবে সতর্ক হতে বলা হয়েছে | আমফান এর সময় তৈরী হওয়া এই ধরণের ঘূর্ণি ঝড় মোকাবিলার যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে সেই ভাবেই তৈরী হতে বলেছেন সব দফতরকে | তবে মোখা নিয়ে এখনো রাজ্যকে সব তথ্য দেয়নি আবহাওয়া দফতর | ফলে ওই ঝড় কোথায় তৈরী হবে , কোন পথে যাবে তা এখনো পরিষ্কার নয় | আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে আগামী ৬ মে থেকে এই বসিয়ে তথ্য দেওয়া সম্ভব হবে | মোখার যেকোনো পর্যন্ত আসার সস্ময় শিমা জানা গেছে ৯ মে রাত থেকে ১০ মায়ের মধ্যে এই ঝড় আঁচড়ে পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে | তবে এই ঘূর্ণি ঝড় ১০ মে এর কয়েকদিন আগে পরেও আসতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন |