ডেঙ্গু বাড়তেই প্রচার তুঙ্গে,বাড়িতে বাড়িতে এন্টি লার্ভা স্প্রে করছে পুরসভা

0

Last Updated on July 19, 2022 7:58 PM by Khabar365Din

৩৬৫ দিন।বাড়ছে ডেঙ্গু।তারই মধ্যে বর্ষাও শুরু হয়েছে রাজ্যে।এর মধ্যে জল জমা জায়গায় মশার লার্ভা জন্মাতে পারে।তবে যে সব জায়গায় এর আশঙ্কা রয়েছে,সেই সমস্ত জায়গায় প্রচার শুরু করেছে কলকাতা পুরসভা।হ্যান্ড মাইকিং থেকে অটোয় মাইকিং শুরু করেছে পুরসভা।তারই সঙ্গে বাড়িতে বাড়িতে এন্টি লার্ভা স্প্রে করছে পুরসভা।এছাড়াও ডেঙ্গু মূলত বাড়ছে এডেড এরিয়াতে।যেমন ১২৪ নম্বর ওয়ার্ড,১২৭ নম্বর ওয়ার্ড, ১২৮ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই ডেঙ্গু,ম্যালেরিয়ার সংক্রমণের অভিযোগ উঠে এসেছে।

এ নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন,গ্রাম এলাকায় ডেঙ্গি, ম্যালেরিয়া বাড়ছে।শহরের ‘অ্যাডেড এরিয়া’গুলিতেও মশাবাহিত রোগের সংক্রমণ বাড়ছে।এদিকে,ডেঙ্গু সহ মশাবাহিত রোগ গুলি সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক করল রাজ্য সরকার।

কয়েকদিন আগে নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সহ একাধিক শীর্ষ আধিকারিকেরা। এদিনের বৈঠকে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ ঠেকাতে রাজ্যজুড়ে জারি নানান নির্দেশিকা।এই উচ্চপর্যায়ের বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।

সেগুলি হল,
১.করোনা আতঙ্ক কাটিয়ে ফের ক্লাসরুমে ফিরেছে পড়ুয়ারা। তাই স্কুল চত্বরে যাতে কোনওরকম জল জমতে না পারে, সেদিকে শিক্ষা দফতরকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২.জেলার যে সমস্ত এলাকায় ডেঙ্গু বা ম্যালেরিয়ার কথা শোনা যাচ্ছে সেখানে নিয়মিত গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে জেলাশাসকদের।
৩.বৃষ্টির জেরে কোথাও যেন জল না জমে, সেদিকে নজর রাখতে হবে।
৪.যদি কোথাও জল জমে থাকে তবে তা অবিলম্বে সরানোর বন্দোবস্ত করতে হবে।
৫.মশা যাতে জন্মাতে না পারে সেক্ষেত্রে পথেঘাটে ব্লিচিং পাউডার-সহ অন্যান্য মশানাশক রাসায়নিক ছড়ানোর বন্দোবস্ত করতে হবে।
৬.মুর্শিদাবাদ এবং মালদহ – এই দুই জেলা থেকে ডেঙ্গু সংক্রমণের খবর বেশি পাওয়া যাচ্ছে। তাই ওই দুই জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে,ডেঙ্গু রুখতে মাঠে নেমে পড়েছে কলকাতা পুরসভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here