Last Updated on May 30, 2023 1:22 PM by Khabar365Din
৩৬৫ দিন।সামনেই বর্ষা।তার আগে ডেঙ্গু রুখতে তৎপর কলকাতা পুরসভা।পাড়ায় পাড়ায় চলছে হ্যান্ড মাইকিং।শুধু তাই নয়,১৪৪টি ওয়ার্ডেই সচেতনতা প্রচার চলছে।গত মাসে কেন্দ্রীয়ভাবে পুরসভার তরফে পদযাত্রা হয়।মেয়র তখন জানিয়েছিলেন,ডেঙ্গু প্রতিরোধে বছরের শুরু থেকেই সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস চলছে।বিভিন্ন থানায় বাজেয়াপ্ত গাড়িগুলিকে ক্রাশ সাইটে নিয়ে গিয়ে নষ্ট করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে।এছাড়া, বন্ধ কল-কারখানা ও কেন্দ্রীয় সরকারি অফিস চত্বর সাফ-সুতরো রাখতে শিল্প দফতরকে বলা হবে বলে মেয়র জানিয়েছেন।
তাছাড়া বর্ষার মরশুমে ডেঙ্গু নিয়ে আতঙ্ক থাকেই।সাম্প্রতিককালে একাধিক বৈঠকে ডেঙ্গু-সচেতনতার বার্তা কীভাবে আরও ভালোভাবে পৌঁছে দেওয়া যায়,তা নিয়ে আলোচনা করেছেন পুরকর্তারা।এর আগে সেই বিষয়ে নয়া উদ্যোগ নিয়েছিল পুরসভা।ফেসবুকে পুরসভার হোম পেজে এই সংক্রান্ত ভিডিও প্রকাশ হতে করে।যার মূল স্লোগান ছিল- একদিন, ১০ মিনিট, সাপ্তাহিক— অল্প একটু সচেতনতা, ডেঙ্গু মুক্ত কলকাতা।তাছাড়া ডেঙ্গু মোকাবিলায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না পুর কর্তৃপক্ষ।
মশার লার্ভা নিধন থেকে শুরু করে,সাধারণ মানুষের প্রতি সচেতনতার বার্তা দিয়ে ব্যানার হোর্ডিং টাঙিয়েছে পুরসভা শহরের সর্বত্র।মশার লার্ভা নিধনের জন্য স্প্রে করার পাশাপাশি বহুতলে এবং ঘিঞ্জি এলাকায় মশার বংশবৃদ্ধি চিহ্নিত করার জন্য ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে পুরসভার তরফে। ইতিমধ্যে এই প্রক্রিয়ায় কাজ করে পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মুচিপাড়ায় ইতিবাচক ফল মিলেছে।তবে এবছর বর্ষা শুরুর আগেই মশাবাহিত রোগ সম্পর্কে নাগরিকদের সচেতন করতে প্রচার শুরু করল কলকাতা পুরসভা।মেয়র ফিরহাদ হাকিম নিজে নেতৃত্ব দিয়ে ডেঙ্গু সচেতনতা মূলক প্রচার অভিযান চালান।
শুধু মিছিলেই থেমে থাকছে না পুরসভা। কর্তৃপক্ষের তরফ থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই কর্মকান্ডের নমুনাও নাগরিকদের সামনে তুলে ধরা হবে। আগামীতে ভ্রাম্যমান গাড়িতে এলইডি স্ক্রিন লাগিয়ে সচেতনার প্রচারের সঙ্গেই চলবে এই প্রচার। এক-এক দিন একটি করে ওয়ার্ড ঘুরবে এই গাড়ি।কিভাবে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে, মশারি ব্যবহারের গুরুত্ব বোঝানো সহ সচেতনতামূলক প্রচার চালানো হবে।এরসঙ্গেই কিভাবে পুরসভার স্বাস্থ্যকর্মীরা, আধিকারিকেরা ডেঙ্গু নিধনে কাজ করছে তা তুলে ধরা হবে স্ক্রিনে।প্রসঙ্গত, সাম্প্রতিককালে গোটা শহর জুড়ে ড্রোন চালিয়ে একাধিক ছবি সংগ্রহ করে কলকাতা পুরসভা। তাতে দেখা গিয়েছে একাধিক জায়গায় বাড়ির ছাদে ট্যাঙ্কের মুখ খোলা, যেখানে থেকে মশা জন্মাচ্ছে। অন্যদিকে,শহরের একাধিক খালি জমিকে রীতিমত ভ্যাটে পরিনত করা হয়েছে। শহরের ডেঙ্গু পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে, পরিত্যক্ত জমি। আর তাই এবার পরিত্যক্ত জমি নিয়েই কড়া আইন চাইছে পুরসভা।