Dengue: ডেঙ্গুর হটস্পট যাদবপুর-বাঘাযতীন,মশা মারতে ড্রোন ওড়াল পুরসভা

0

Last Updated on September 26, 2023 1:24 PM by Khabar365Din

৩৬৫ দিন।ডেঙ্গু রোধই এখন বড়সড় চ্যালেঞ্জ কলকাতা পুরসভার।মশার লার্ভা নিধনে যাদবপুরের পরিত্যক্ত কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে উড়ল ড্রোন।মেয়র পারিষদ অতীন ঘোষ,পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাসের উপস্থিতিতেই চলল অপারেশন।সাধারণত ডেঙ্গুর হটস্পট হিসাবে পরিচিত যাদবপুর। এবারও দক্ষিণ কলকাতার এই এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির পরিত্যক্ত জমি পরিদর্শন করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ওই পরিত্যক্ত কারখানার ১২ বিঘা জমি মশার আঁতুরঘরে পরিণত হয়েছে, সেই অভিযোগ জানান স্থানীয়রা।তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন অতীন ঘোষ। এলাকা পরিদর্শনের পরই ব্যবস্থা।মশার লার্ভা নিধনে ড্রোন ওড়াল কলকাতা পুরসভা।এদিকে, সোমবার সকালে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের বেসমেন্টে মিলল ডেঙ্গুর লার্ভা।

পুরসভার তরফে অভিযান চালাতে গিয়ে কার্যত চোখ কপালে পুরকর্মীদের। সে সব পাত্রে অবাধে জন্মাচ্ছে মশার লার্ভা। এদিকে, হাসপাতাল নিয়ে অভিযোগ শুনে এদিনই ছুটে গিয়েছিলেন কলকাতার পুরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। হাসপাতালে সুপারের দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।অন্যদিকে,শুধু শহরেই নয় রাজ্যে ব্যাপক হারে বাড়ছে ডেঙ্গু।এই নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা।এই অবস্থায় দুর্গাপূজাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের ছুটি বাতিল করল পুরসভা।অর্থাৎ অক্টোবরে ছুটির দিনেও কাজ করবে পুরসভার স্বাস্থ্য বিভাগ।কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন,ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি কলকাতার তিনটি বোরোতে।

সেগুলি হল ১, ১০ এবং ১৩ নম্বর বোরো। এইসব বোরোগুলিতে নিয়মিত মশা নিধন অভিযান চালানো হচ্ছে। এই বোরোগুলির মধ্যে সবচেয়ে বড় হল ১০ নম্বর।এই বোরোতে ১২ টি ওয়ার্ড রয়েছে।এ ছাড়াও রয়েছে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের অফিস।কিন্তু এলাকাবাসীর অভিযোগ,কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলি ঠিকমতো পরিষ্কার রাখা হচ্ছে না।রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে না।জঞ্জাল পরে থাকতে দেখা যাচ্ছে যত্রতত্র।আবার অনেক জায়গাতেই পুরসভাকেও তারা ঠিকমতো কাজ করতে দিচ্ছে না।কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ডেঙ্গি আক্রান্ত কোনও ব্যক্তির সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় গিয়ে ডেঙ্গি নিধন অভিযান চালাবে পুরকর্মীরা।