বৃহস্পতিবার থেকে গ্রীন লাইন মেট্রো,আত্মহত্যা রুখতে নয়া ব্যাবস্থা মেট্রোর

0

৩৬৫ দিন।বহু প্রতীক্ষার পর ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ৮তম মেট্রো চালু হল।শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ।যা জনসাধারণের জন্য বৃহস্পতিবার থেকেই ছুটবে।এই গ্রীন লাইন মেট্রোতে কি কি রয়েছে?কিভাবে কোন কোন স্টেশনে চলবে এই মেট্রো?মেট্রোরেল কতৃপক্ষের তরফে জানা গিয়েছে,শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন।আর এই স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম।মানে তৈরি হয়েছে আইল্যান্ড প্ল্যাটফর্ম। দু’পাশেই বসেছে স্ক্রিনডোর।

ভিড়ের কথা মাথায় রেখে ট্রেনের দু’দিক দিয়ে ওঠানামা করার জন্য ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম থাকছে।মেট্রোরেল কতৃপক্ষ জানিয়েছেন ভাড়া নির্ধারণ করা হয়েছে শিয়ালদহ মেট্রো সেক্টর ফাইভ রুটের।শিয়ালদহ থেকে ফুলবাগান ১০ টাকা ভাড়া।সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ভাড়া ১০ টাকা, বেঙ্গল কেমিক্যাল ১০ টাকা,সিটি সেন্টার ২০ টাকা ও সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া ২০ টাকা করা হয়েছে।অর্থাৎ এই রুটে পাঁচ টাকা নয়, নূন্যতম ভাড়া ১০ টাকা।

ট্রেন চলাচলের সময়সীমা এবং ব্যবধান ব্যস্ত সময়ে ১০ মিনিট পর পর থাকবে মেট্রো,অন্য সময় মেট্রো থাকবে ১২ মিনিট পর পর।জানা গিয়েছে,সাধারণত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৮ টা থেকে,শেষ মেট্রো চলে সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটে।কিন্তু এবার থেকে সকাল ৭ টা থেকে শুরু করে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চালু থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।মেট্রো

রবিবার পরিষেবা বন্ধ থাকবে

কর্তৃপক্ষ মনে করছে, শিয়ালদহ থেকে মেট্রো চালু হলে যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে।এতদিন যাত্রী সংখ্যা কম থাকার কারণে মেট্রোর সংখ্যা ছিল কম।কিন্তু, এবার যাত্রী সংখ্যা বৃদ্ধির আশায় মেট্রোর সংখ্যাও বাড়ানো হবে।জানা গেছে, ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবায় দিনে ১০০ টি মেট্রো ট্রেন চালানো হবে।শনিবারও পরিষেবা পাওয়া যাবে।তবে, রবিবার পরিষেবা বন্ধ থাকবে।

নিরাপত্তার দিকে এবার যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।আত্মহত্যার বিষয়টি মাথায় রেখে এবার ইতিমধ্যে ডোর স্ক্রিন ব্যবস্থা রাখা হয়েছে।দৈনন্দিন কাজের সুবিধার জন্য তারা ইস্ট ওয়েস্ট মেট্রোর কোড রেখেছেন সবুজ ও পুরোনো নর্থ সাউথ এর কালোর কোড রাখা হয়েছে নীল | একই অঞ্চলে একাধিক ডাক্ট বা টিউব এর মাধ্যমে ট্রেনের মতো গতিশীল বস্তু যাতায়াত করলে তার নিরাপত্তা ও মসৃন অপারেশন এর জন্য এই কালোর কোডিং ব্যবহার করা হয় |

এছাড়াও এস্প্লানেডে স্টেশন এ যেখানে টিউব ইন্টারসেকশন থাকছে সেখানে একমাত্র লাইন থেকে অন্য মেট্রো লাইনে যাওয়ার জন্য এলিভেটর থাকছে | এরফলে যাত্রীরা ওই স্টেশন থেকেই বাইরে না বেরিয়েই তাদের অভিমুখ বদল করতে পারবেন | এছাড়া চাঁদনী চৌক এর কাছে দুটি মেট্রোর নৈকট্য সবথেকে কম থাকবে |

মেট্রো কতৃপক্ষ এর তরফে আরও জানা গিয়েছে,আগামী দিনে হাওড়া অবধি এই পরিষেবা চালু হয়ে গেলে আরও যাত্রী হবে।তাই স্টেশন অনেক বেশি প্রশস্ত করা তবে বউবাজারের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আপাতত একটি প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে।বাকি বউবাজারের কাজ শেষের পরে অপারেশনাল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here