Maa Flyover Accident: রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা মা ফ্লাইওভারে, আহত ৫

0

Last Updated on May 27, 2023 7:11 PM by Khabar365Din

৩৬৫ দিন।মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা।ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি।অল্পের জন্য রক্ষা।সেই সময় গাড়ির ভেতরে চালক সহ মোট ৫ জন ছিল।তবে তেমন গুরুত্বর আঘাত লাগেনি বলেই খবর।শুক্রবার রাত ১২টা থেকে ১২:৩০ এর মধ্যে এই ঘটনাটি ঘটে।প্রতিদিন বহু গাড়ি যাতায়াত করে এই ফ্লাইওভারের ওপর দিয়ে।আর এই উড়ালপুলে দুর্ঘটনার সংখ্যা নেহাত কমও নয়।এদিন ফের ভয়াবহ দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় আস্ত গাড়ি।

জানা গিয়েছে, পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্সেসিটির দিকে যাচ্ছিল গাড়িটি।তপসিয়ার কাছে ব্রেক ফেল করে ডিভাইডারের ধাক্কা মারে,তারপরই উল্টে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।সঙ্গে সঙ্গেই প্রত্যেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। চালকের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।তবে গতি খুব বেশি ছিল না বলেই দাবি করেছেন তিনি।দুর্ঘটনার জেরে ব্যস্ততম এই উড়ালপুলের একদিকের রাস্তা প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ ছিল।কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা গাড়িটি দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।এরপর সচল হয় রাস্তা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।