Train Cancel: সপ্তাহের শেষে ফের ভোগান্তির আশঙ্কা,শিয়ালদহ শাখায় বাতিল হচ্ছে কয়েকটি ট্রেন

0

Last Updated on April 6, 2023 7:33 PM by Khabar365Din

৩৬৫ দিন। সপ্তাহ শেষে ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা এই শাখায় ট্রেন চলাচল ব্যহত হবে।পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বেশকিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।তার পাশাপাশি কয়েকটি দূরপাল্লা ট্রেনের রুট পরিবর্তনও করা হয়েছে। যার জেরে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।কী কী ট্রেন বাতিল করা হয়েছে?শনিবার রাতে এক জোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-নৈহাটি ও শিয়ালদহ-বনগাঁ লোকাল বাতিল থাকবে।রবিবার সকালে বাতিল থাকবে তিন জোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল।দু’জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বনগাঁ,শিয়ালদহ-হাবরা লোকাল বাতিল থাকবে।এক জোড়া করে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-হাসনাবাদ লোকাল চলবে না।সকালের কৃষ্ণনগর-শিয়ালদহ লোকালও বাতিল থাকবে।লোকাল ট্রেন ছাড়াও প্রভাব পড়বে দূরপাল্লা ট্রেনের সূচিতেও।

পূর্ব রেল সূত্রে খবর,শনিবার পদাতিক ও আজমের এক্সপ্রেস শিয়ালদহে আসবে না।তার পরিবর্তে কলকাতা স্টেশনে যাবে।আর ছাড়বেও সেখান থেকেই। এছাড়াও, দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন নির্ধারিত সময় থেকে কয়েক ঘন্টা পর ছাড়বে।এদিকে,শুধু লোকাল ট্রেন নয়,প্রভাব পড়বে দূরপাল্লার একাধিক ট্রেন।রেল সূত্রে খবর,গৌড়, দার্জিলিং, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা নির্ধারিত সময় বা পূর্ব নির্ধারিত স্টেশন থেকে ছাড়বে না। জানা গিয়েছে, পদাতিক এবং অজমের এক্সপ্রেস শিয়ালদহের পরিবর্তে শনিবার কলকাতা স্টেশনে আসবে।আবার ওইদিন কলকাতা স্টেশন টার্মিনাল থেকেই ছাড়বে দু’টি ট্রেন।ওই দু’দিন গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহর দিকে রওনা হবে।সবমিলিয়ে সপ্তাহন্তে শিয়ালদহ শাখার যাত্রীদের ভোগান্তি চরমে উঠতে চলেছে।উল্লেখ্য,যদিও সপ্তাহান্তে অফিসযাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে।তাও নানা প্রয়োজনে অনেকেই ধরতে হয় ট্রেন।সে কারণে ট্রেন বাতিলের ঘোষণায় চিন্তা বাড়ছে আম-আদমির।প্রসঙ্গত,এর আগে ১৪ মার্চ পর্যন্ত বহু লোকাল ট্রেন বাতিল ছিল শিয়ালদহ শাখায়। শিয়ালদহ মেন শাখায় বাতিল ছিল ২৬ জোড়া ট্রেন।নৈহাটি-হালিশহর এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় দুর্ভোগ বাড়ে নিত্যযাত্রীদের। এবার ফের একবার দুর্ভোগের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ।