Train Cancel: শুক্রবার থেকে টানা ৬দিন ভোগান্তির আশঙ্কা, শিয়ালদহ ফের বাতিল ট্রেন

0

Last Updated on March 9, 2023 9:05 PM by Khabar365Din

৩৬৫ দিন।আবারও ভোগান্তির আশঙ্কা। শুক্রবার থেকে টানা ৬দিন শিয়ালদা মেইন শাখায় মোট ৩১৬টি ট্রেন বাতিল থাকবে। আর তার জেরে বড়সড় যাত্রী ভোগান্তির মুখে পড়তে চলেছেন কয়েক হাজার নিত্যযাত্রী। বিশেষ করে নৈহাটি থেকে লালগোলা পর্যন্ত অংশে ভোগান্তির কার্যত চূড়ান্ত হতে চলেছে।রেল সূত্রে জানা গিয়েছে,নৈহাটি ও কল্যাণীর মাঝে স্বয়ংক্রিয় ব্যবস্থায় থার্ড লাইন চালুর জন্য জরুরি কিছু কাজ করা হবে। তার জন্য শুক্রবার থেকে নৈহাটি ও রানাঘাটের মধ্যে ট্রেন পরিষেবা ব্যাহত হবে।সেই কারণেই শুক্রবার আপ ও ডাইন মিলিয়ে মোট ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে।পাশাপাশি ৪টি দূরপাল্লার ট্রেনও চলবে না। এরপর শনিবার থেকে বুধবার পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে রোজ ৫৪টি করে ট্রেন বাতিল করা হয়েছে।সব মিলিয়ে এই ৬ দিনে মোট ৩১৬টি ট্রেন বাতিল করা হয়েছে।যে সব ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে থাকছে শিয়ালদা থেকে নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল ও কাটোয়া লোকাল। এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে। সেই তালিকায় থাকছে শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা জঙ্গিপুর রোড মেমু, শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। বেশ কিছু ট্রেনকে এই ৬ দিন শিয়ালদা থেকে বনগাঁ-রানাঘাট হয়ে যেমন চালানো হবে তেমনি একই পথে ট্রেন শিয়ালদার দিকে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here