শুক্রবার থেকে বিনামূল্যে কলকাতায় শুরু হচ্ছে বুস্টার ডোজ

0

Last Updated on July 15, 2022 6:07 PM by Khabar365Din

৩৬৫ দিন।কলকাতায় শুরু হচ্ছে বুস্টার ডোজ।১৮ বছরের উর্ধ্বদের জন্য বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।একই সঙ্গে কলকাতায় ১৪ থেকে ১৮ বছর বয়সীদের করবিভ্যাক্স দেওয়ার কাজও চলবে।বৃহস্পতিবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান,৭৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র,৮টি মেগা সেন্টার ও ১৭টি নতুন কেন্দ্র সহ মোট ১১৬টি সেন্টার থেকে দেওয়া হবে বুস্টার ডোজ।

জানা গিয়েছে,শুক্রবার থেকে আগামী ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ চলবে।করোনা সংক্রমণের হার শহর কলকাতায় কমেছে।তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।পুরসভার তরফে জানা গিয়েছে,কোভিডের দু’টো টিকা নেওয়ার পর প্রাপ্তবয়স্কদের একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছিল কেন্দ্র সরকার।মাঝে দেশে দৈনিক করোনা সংক্রমণ অনেকটা কমে যাওয়ায় বুস্টার ডোজ নিতে অনীহা দেখায় অনেকে।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের ১৮ থেকে ৫৯ বছর বয়সী মানুষ যার সংখ্যাটা ৭৭ কোটি।সেই বিপুল জনসংখ্যার মাত্র এক শতাংশের কম ব্যক্তি বুস্টার ডোজ নিয়েছেন৷অন্যদিকে দেশের ষাটোর্ধ্ব জনসংখ্যার অন্তত ২৬ শতাংশের বুস্টার ডোজ নেওয়া সম্পন্ন হয়েছে।

পরিসংখ্যান বলছে,এখনও পর্যন্ত ১৮-৫৯ বছর বয়সী ৭৭ কোটি জনসংখ্যার মাত্র এক শতাংশের কম ব্যক্তি বুস্টার ডোজ নিয়েছেন৷যদিও ষাটোর্ধ্ব ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মী ও করোনার প্রথম সারির যোদ্ধাদেরই বুস্টার ডোজ নেওয়ার উৎসাহ বেশি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here