৩৬৫ দিন। কলকাতা পুলিশ এবার আয়োজন করলো হাকিরদের প্রতিযোগিতা | ইএম ল্যাব নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে জুটি বেঁধে প্রায় ৫০০ হাকিরদের নিয়ে এই প্রতিযোগিতা চাইছে বলে জানিয়েছেন অতিরিক্ত সিপি এক কে কুসুমাকার | পুলিশ জানিয়েছে ২৯ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে |
২৬ জুলাই পর্যন্ত https://kolkatapolicehackathon.in এই ওয়েবসাইটিতে নাম নথিবদ্ধ করা যাবে | ১ বা ২ জনকে নিয়ে টিম করতে হবে ও রেজিস্ট্রেশন ফী ৩০০ টাকা | এতে প্রথম পুরস্কার ১.৫ লাখ, দ্বিতীয় ১ লাখ ও তৃতীয় ৭৫ হাজার টাকা | প্রথম দশের বাকিরা প্রয়োজন মতো পুলিশের সঙ্গে কাজ করার সুযোগ পাবে বলেও জানালেন আয়োজকদের তরফে ঋত্বিক লাল |