WB Health: বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচে রাশ টানতে উদ্যোগী স্বাস্থ্য দফতর

0

Last Updated on May 16, 2023 1:40 PM by Khabar365Din

৩৬৫ দিন। বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে খরচের রাশ টানতে উদ্যোগী স্বাস্থ্য ভবন। গতকাল বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব। সেখানেই মূল আলোচনার বিষয় ছিল, বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে খরচের সীমা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করা। বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের তরফে জানান হয়, বেসরকারি হাসপাতালের খরচ বাঁধা সম্ভব নয়। খরচ নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। দু একটি চিকিৎসার ক্ষেত্রে খরচ নিয়ে পর্যালোচনা করা যেতে পারে, তবে সামগ্রিকভাবে খরচ বেঁধে দেওয়া সম্ভব নয়।

এছাড়া, রোগী ভর্তি সময় নেওয়া টাকার অংক বেঁধে দেওয়া হয়। সেই বিষয়টি নিয়েও সরব হন বেসরকারি হাসপাতালগুলি। প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও বেশি উন্নত করে তুলতে আরও একবার উদ্যোগী স্বাস্থ্য দফতর। সেই সঙ্গে তৈরি হবে আরও ৪০০টি নতুন স্বাস্থ্য কেন্দ্র। গোড়া থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও বেশি পোক্ত করতেই এই উদ্যোগ। এমনই জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের সূত্রে। তথ্য অনুযায়ী, রাজ্যের ৭ হাজারের বেশি স্বাস্থ্য কেন্দ্র দেখার দায়িত্ব কমিউনিটি হেলথ অফিসারদের উপর রয়েছে।

এদিকে, রাজ্যের একেবারে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলগুলোতে টেলিমেডসিন পরিষেবাকে আরও বেশি করে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে দফতর। মূলত, গ্রামীণ রোগীদের কথা ভেবেই এই উদ্যোগ। এই নিয়ে আয়োজন করা হয় এক ওয়ার্কশপ। স্বাস্থ্য দফতরের আয়োজিত এই কর্মশালায় স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের টেলিমেডিসিন পরিষেবা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।