Weather Report: শহরে তাপপ্রবাহের পরিস্থিতি, ৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় লু সতর্কতা

0

Last Updated on June 2, 2023 1:01 PM by Khabar365Din

৩৬৫ দিন। আরও একবার সঙ্গী হতে চলেছে ওআরএস। লু সতর্কতা দিল হাওয়া অফিস।তাপপ্রবাহ, আদ্রতাজনিত আবহাওয়া বজায় থাকবে ৭ জুন পর্যন্ত। দিনের দিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। এক বুলেটিন দিয়ে আবহাওয়া দফতর জানায়, ২ জুন অর্থাৎ আজ, পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া, মালদা, দুই দিনাজপুরে জেলায় তাপপ্রবাহ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় অস্বস্তি আবহাওয়া থাকবে। ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, নদীয়া জেলার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় অস্বস্তির আবহাওয়া।

৬-৭ তারিখ দক্ষিণবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। যদিও, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও তাপপ্রবাহ পরিস্থিতি তৈরির যথেষ্ট সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এপ্রিল এবং মে মাসে দফায় দফায় তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। শহরে বেশ কয়েক দিন তাপপ্রবাহ চলে, একইসঙ্গে গ্রামগঞ্জও ভোগে দহন জ্বালায়। সেখানে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। তবে, এহেন পরিস্থিতি আরও খারাপ হওয়ার বার্তা শোনাল আবহাওয়া দফতর।

আলিপুর ৩৮.৬ ডিগ্রি
সল্টলেক ৩৮.৩ ডিগ্রি
ব্যারাকপুর ৩৮.৮ ডিগ্রি
দমদম ৩৯.১ ডিগ্রি
কলাইকুন্ডু ৪০.৪ ডিগ্রি
কৃষ্ণনগর ৪০.৮ ডিগ্রি
বাঁকুড়া ৪০.৪ ডিগ্রি
বর্ধমান ৪০ ডিগ্রি
পানাগড় ৪০.৩ ডিগ্রি
পুরুলিয়া ৪১.৩ ডিগ্রি

আগামী ৬দিন পশ্চিমের জেলার জন্যে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সল্টলেক ৩৮.৩ ডিগ্রি, দমদম ৩৯.১ ডিগ্রিতে পৌঁছায়। বাঁকুড়া পৌঁছায় ৪০.৪ ডিগ্রিতে।বর্ধমান ৪০ ডিগ্রি, পানাগড় ৪০.৩ ডিগ্রি। কোনও অংশে বাদ ছিল না আসানসোল, ঝাড়গ্রাম।উল্লেখ্য, সপ্তাহ খানেকের বেশি সময় ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলে লু।

আর, এসবের মধ্যেই প্রবল গরম এবং অস্বস্তি থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। যেমন, শিশু, প্রবীণ এবং অসুস্থদের গরমের মধ্যে প্রয়োজন ছাড়া বেরোতে বারণ এবং ভারী কাজ করতে বারণ করা হচ্ছে। হিট ক্রাম্প, হিট স্ট্রোকের বিষয়ে সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি, দীর্ঘক্ষণ রোদের মধ্যে না থাকা। হালকা সুতির পোশাক পরা থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। পিপাসা না পেলেও জল খেতে হবে। ১১টা থেকে বিকেল ৪ টার মধ্যে কাজ না করা। বাইরে কাজের মধ্যে থাকলে বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করুন।