দে’জ পাবলিসিংয়ের বইঘরে প্রকাশিত হল ‘ হেমন্ত মুখোপাধ্যায় রচনা সমগ্র ‘

0

Last Updated on September 28, 2023 1:00 PM by Khabar365Din

৩৬৫দিন। দে’জ পাবলিসিংয়ের বইয়ের তাকে যোগ হল এবার ‘হেমন্ত মুখোপাধ্যায় রচনা সমগ্র’। মঙ্গলবার কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর টাওয়ার, দেজ পাবলিসিংয়ের বইঘরে আয়োজিত হয়েছিল এই বইটি প্রকাশের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন শমীক বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, শাস্বতী চট্টোপাধ্যায়, এই বইয়ের সম্পাদক শ্রীকুমার চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, এবং অভিক মজুমদার সহ আরো অনেকে। এই বইয়ের সম্পাদক শ্রীকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন সমগ্র বইটি জুড়েই হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো বিশেষ স্মৃতি যেগুলো তিনি নোট করে রাখতেন, এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের সাথে তাঁর যে সাক্ষাৎকার রয়েছে তারও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে এই বইটিতে ।

যে বাঙালির মনে আজও হেমন্ত মুখোপাধ্যায় বাস করে সেই বাঙালির জন্য এই বইটি প্রকাশের থেকে ভালো কিছু হয়না বলেই মনে করছে সম্পাদক। এই দিন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম বার্ষিকী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় রচনা সমগ্র প্রকাশের পাশাপাশি সকল বিশিষ্ট অতিথিরা তাদের চোখে হেমন্ত মুখোপাধ্যায় মানুষ হিসেবে কেমন ছিলেন তার বিভিন্ন স্মৃতি ভাগ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত শাস্বতী চট্টোপাধ্যায় জানান সম্পর্কে তিনি তার ভাইজি হলেও তার সাথে তার মেজ জেঠু অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। তিনি একদিকে তাঁর সঙ্গীত জগতের উজ্জ্বল তারা হলেও তিনি পরিবারের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করতেন।

এছাড়াও তিনি খুবই সহজ সরলভাবে জীবন যাপন করতেই স্বাচ্ছন্নদ্য বোধ করতেন। তিনি শিল্পী হিসেবে সাফল্যের চূড়ায় বসে থাকলেও তাঁর বিন্দু মাত্র অহংকার ছিল না। একের পর এক হিট গান বাঙালিকে উপহার দিয়েও তিনি ছিলেন একেবারে সাদা ধুতি-পাঞ্জাবী পড়া মাটির মানুষ। বাংলার বিখ্যাত সমালোচক শমিক বন্দ্যোপাধ্যায় জানালেন তার সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের কাটানো একাধিক মুহূর্তের কথা। যেগুলি বলতে গিয়ে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, হেমন্ত মুখোপাধ্যাযয়ের চিন্তা ধারায় কখনও প্রতিদ্বন্দ্বিতা ছিল না। তাঁর স্বভাবের একটি বিশেষ দিক ছিল তিনি কখনও তাঁর প্রতিভা নিয়ে সকলের কাছে বড়াই করতেন না। শ্রীকান্ত আচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন এই বইটির মাধ্যমে পাঠকদের মনে হেমন্ত মুখোপাধ্যায় মানুষ হিসেবে ঠিক কতটা সাধারন ছিলেন তার ধারণা। এই বইটির মূল্য ৪০০টাকা ধার্য করা হয়েছে বলেই জানান প্রকাশক। অনুষ্ঠানের শেষে অনিন্দ্য চট্টোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের ‘ পথ হারাবো বলেই এবার’ গানটির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান।